বাংলাদেশের জনসংখ্যার এক বড় অংশই যুব জনগোষ্ঠী। কর্ম উদ্যোগী বিশাল যুব জনগোষ্ঠীকে যে কোনো দেশের উন্নয়নের নিয়ামক হিসেবে ভাবা হয়। কিন্তু যথাযথ পরিসংখ্যানের অভাবে দেশের যুব জনগোষ্ঠীর সংখ্যা কত তা এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। ফলে যুবশক্তিকে সম্পদে পরিণত করার উদ্যোগও নেওয়া যাচ্ছে না যথাযথভাবে। দেশে যুব জনগোষ্ঠীর মোট সংখ্যা কত, তা নিয়েই রয়েছে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে বিভ্রান্তি। সংজ্ঞার মারপ্যাঁচে একই প্রতিষ্ঠানের ভিন্ন পরিসংখ্যানের সংখ্যায় রয়েছে পার্থক্য। জোড়াতালির পরিসংখ্যানের কারণে যুব জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তরিত করতে গ্রহণ করা যাচ্ছে না সঠিক কর্মপরিকল্পনা। ফলে দেশের এক কোটির বেশি তরুণ নিষ্ক্রিয় অবস্থায় দিন পার করছে, যারা অন্ন, বস্ত্র, বাসস্থানের সুযোগ গ্রহণ করলেও অর্থনীতিতে দৃষ্টিগ্রাহ্য অবদান রাখতে পারছে না। জনশুমারি ও গৃহগণনা ২০২২-এ ১৫ থেকে ২৪ বছর বয়সিদের যুব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শ্রমশক্তি জরিপ ২০২২-এ ১৫ থেকে ২৯ বছর বয়সিদের যুব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অথচ দুটি জরিপই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর করা। অন্যদিকে জাতীয় যুবনীতি ২০১৭-এ যুব বলা হয়েছে ১৮ থেকে ৩৫ বছর বয়সিদের। ফলে দেশে যুবক কারা, তাদের প্রকৃত সংখ্যা কত, তা নিয়ে রয়েছে বিভ্রান্তি। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। সে হিসাবে ১৫ থেকে ২৪ বছর বয়সিদের যুবক ধরা হলে যুব জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩ কোটি ১৫ লাখ ৬১ হাজার। যা দেশের মোট জনসংখ্যার ১৯ দশমিক ১১ শতাংশ। শ্রমশক্তি জরিপের সংজ্ঞা অনুযায়ী দেশে যুব জনগোষ্ঠীর পরিমাণ ৪ কোটি ৬ লাখ। অর্থাৎ মোট জনসংখ্যার ২৮ শতাংশ। শ্রমশক্তি জরিপ অনুসারে দেশের শ্রমশক্তিতে যুব জনগোষ্ঠী রয়েছে ২ কোটি ৭০ লাখের মতো। পরিসংখ্যানের বেহাল চালচিত্রের জন্য যুবশক্তিকে সম্পদে পরিণত করে দেশের উন্নয়নে ব্যবহারের কর্মপন্থা নেওয়া যাচ্ছে না। এ ব্যাপারে কর্তৃপক্ষীয় কোনো গরজ আছে তা মনে করাও কঠিন। বৃহত্তর জাতীয় স্বার্থে পরিসংখ্যান ভ্রান্তির ইতি ঘটাতে হবে।
শিরোনাম
- অর্থ লুটে হ্যাকারদের ঝোঁক, বেড়েছে মুক্তিপণ আদায়ের ঘটনা
- সুকেশ-জ্যাকুলিনের প্রেম আসছে বড়পর্দায়!
- ডন নিউজ সহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত
- মাগুরায় শিশু ধর্ষণ: ন্যায়বিচারের জন্য কিছুটা অপেক্ষার আহ্বান আইন উপদেষ্টার
- সিরিজ বাঁচানো টেস্টে টাইগার পেসার তানজিমের অভিষেক
- রোহিঙ্গাদের সহায়তায় সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা জাপানের
- ২০ বছর পর স্বীকৃতি পেল ‘থ্রি ইডিয়টস’ এর সেই বিখ্যাত স্কুল
- গ্রিনল্যান্ড কখনোই ‘ক্রয়যোগ্য সম্পত্তি’ হবে না, ট্রাম্পের হুমকির পর নিলসেন
- চুয়াডাঙ্গায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- ট্রাম্পের প্রথম ১০০ দিন : ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
- আবারও ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় ব্যাপক গোলাগুলি
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- টানা তৃতীয়বার ফাইনালে ম্যানচেস্টার সিটি
- টটেনহামকে গুড়িয়ে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল
- প্রতিপক্ষের মাঠে টানা ছয় ম্যাচ জিতে শীর্ষে বেঙ্গালুরু
- শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড
- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
- ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
- ইয়েমেনে আটক ইসরায়েলি জাহাজে হামলা চালাল মার্কিন যুদ্ধবিমান
- দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আসিফ মাহমুদ
যুব জনগোষ্ঠী
পরিসংখ্যান বিভ্রান্তি কাম্য নয়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর