বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
এসএসসি পরীক্ষা প্রস্তুতি-২০১৩

ইসলাম শিক্ষার মডেল টেস্ট

ইসলাম শিক্ষাও তোমাদের ভালো ফলাফল করার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। তাই তোমাদের জন্য রচনামূলক এ মডেল টেস্টটি সাজিয়েছেন ঢাকার ন্যাশনাল আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক- কাজী মো. আলাউদ্দিন

যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও পূর্ণমান : ৬০ ১. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও : রহিম তার বাড়িতে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বালি, সিমেন্ট খোয়ার সঙ্গে তাবিজভর্তি পোটলা রেখে বললেন, এটা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িটিকে রক্ষা করবে। তাওহীদের বিশ্বাসে পরিপন্থী এটি_ ক. তাওহীদ কাকে বলে? ১ খ. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি সৎকর্মের প্রতি অনুপ্রাণিত হন_ ব্যাখ্যা কর। ২ গ. রহিম সাহেবের কাজটি ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর। ৩ ঘ. আল্লাহর প্রতি বিশ্বাসের মূল হলো তাওহীদ_ বিশ্লেষণ কর। ৪ ২. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও মুসলিম উম্মাহর ঐতিহ্য চেতনায় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে, সাওম পালন অতি উত্তম ও গুরুত্বপূর্ণ বিষয়। সাওম পালন করা ফরজ। সাওমের মাধ্যমে সহানুভূতিশীল হওয়া যায় এবং সামাজিক বন্ধন দৃঢ় হয়। নবীজী (সা.) বলেন, 'সাওম ইমানদারের জন্য ঢালস্বরূপ'। ক. সাওম অর্থ কি? ১ খ. সাওম বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর। ২ গ. সাওম পালন দ্বারা কিভাবে সামাজিক বন্ধন দৃঢ় হয়? ৩ ঘ. সাওম ইমানদারের জল্য ঢালস্বরূপ_ বিশ্লেষণ কর। ৪ ৩. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও করিম রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করছিল। হঠাৎ পুলিশের গাড়ি এসে ৫০ টাকা জরিমানা করল। করিম এতে খুবই লজ্জা পায়। ক. নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। কোন সূরায় বলা হয়েছে? ১ খ. ধূমপানের কারণে কি কি রোগ হয়? সংক্ষেপে লিখ। ২ গ. করিমের ধূমপান ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর। ৩ ঘ. করিমের মতো ধূমপায়ীদের বিরত রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? বিশ্লেষণ কর। ৪ ৪. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও স্কুলের টিফিন পিরিয়ডে বন্ধুরা মাঠে খেলছিল। তখন মিজান বলল, চল আমরা সালাত আদায় করি, কেননা মহান আল্লাহ ঘোষণা করেছেন_তোমরা সালাত প্রতিষ্ঠা কর। মিজানের কথা শুনে সবাই মসজিদে সালাত আদায় করার জন্য গেল। ক. সালাত অর্থ কি? ১ খ. সালাত আদায় না করলে কি ক্ষতি হয়? ২ গ. সালাত আদায়ের ক্ষেত্রে মিজানের ভূমিকা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, বুঝিয়ে লেখ। ৩ ঘ. সালাত আদায়ের কারণে মিজান ও তার বন্ধুরা আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার পেতে পারে, বিশ্লেষণ কর। ৪ ৫. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও : জিহাদ সম্পর্কে শিশিরের ধারণা ছিল না। সে মনে করত জিহাদ হলো যুদ্ধ। অথচ শুধু যুদ্ধের নাম জিহাদ নয়। কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদই হলো সবচেয়ে বড় জিহাদ বা জিহাদে আকবর। যুদ্ধ হলো জিহাদের সর্বশেষ স্তর। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিশির এ কথা জানতে পারে। সে বুঝতে সক্ষম হয় যে, ইসলামী জীবনব্যবস্থায় জিহাদ হলো সর্বোচ্চ চূড়া। জিহাদ ব্যতীত ইসলামের পূর্ণ বিকাশ ও প্রতিষ্ঠা সম্ভব নয়। এ কারণেই জিহাদ গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ। ক. জিহাদ কি? ১ খ. জিহাদে আকবর বলতে কি বোঝায়? ২ গ. শিশিরের ব্যবহারিক জীবনে জিহাদের আধ্যাত্দিক প্রভাব ও সাম্প্রতিক অবস্থা ব্যাখ্যা কর। ৩ ঘ. কোরআন ও হাদিসের আলোকে জিহাদের গুরুত্ব ও তাৎপর্য মূল্যায়ন কর। ৪ ৬. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও : মোহাম্মদ (সা.) এর ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদীনের যুগে যদি এমন কোনো সমস্যা দেখা দিত যার সমাধান কোরআন ও সুন্নাতে পাওয়া যেত না, তখন তারা প্রধান প্রধান সাহাবীর মতামত নিয়ে তার সমাধান করতেন। হজরত ওমরের যুগে অনেক বিষয় সাহাবীদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। তাবেইদের যুগেও এ পদ্ধতিতে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো। ক. ইজমা শব্দের অর্থ কি? ১ খ. ইজমা বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর। ২ গ. আমাদের ব্যবহারিক জীবনে উদ্দীপক উলি্লখিত পদ্ধতির প্রভাব ব্যাখ্যা কর। ৩ ঘ. উদ্ধৃত অংশে যে পদ্ধতির কথা বলা হয়েছে সে পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ কর। ৪ ৭. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও মতিন তার বন্ধু মনিরের সঙ্গে ইভটিজিং সম্পর্কে কথা বলছিল। মনির বলল, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন-বিধান। বর্তমানে আমরা ইসলামের অনুশাসন থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমরা মুখে ইসলাম দাবি করলেও আমাদের কাজ-কর্ম, আচার-আচরণ বিধর্মীদের মতো। যদি আমরা ইসলামের আদর্শ আমাদের বাস্তব জীবনে মেনে চলি তবে ইভটিজিংয়ের মতো ভয়াবহ অনৈতিক কাজ থেকে জাতি মুক্তি পাবে। ক. ইসলাম শব্দের অর্থ কি? ১ খ. ইমানের পরিচয় দাও। ২ গ. ইসলামী অনুশাসন পালন করে মতিন কিভাবে সমাজ থেকে ইভটিজিং দূর করবে? ৩ ঘ. ইভটিজিং সম্পর্কে মনিরের ধারণাটি মূল্যায়ন কর। ৪ ৮. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও ফারজানা তার চাচা মাওলানা মজিবুল হককে প্রশ্ন করল, আমাদের ধর্ম ব্যতীত অন্যান্য ধর্ম যেমন_ খ্রিস্টান, ইহুদি ধর্মের সবাই তাদের কিতাবকে আল্লাহর কিতাব বলে মনে করে। তবে কি এগুলো আসমানি কিতাব? মাওলানা মজিবুল হক উত্তর দিলেন, কোরআন মাজিদ ছাড়া আল্লাহ আরও আসমানি কিতাব নাজিল করেছেন। সর্বশেষ আসমানি কিতাব আল-কোরআন নাজিল হওয়ার পর বাকি সব আসমানি কিতাব রহিত হয়ে গেছে। ক. আসমানি কিতাব কি? ১ খ. অন্যান্য আসমানি কিতাবে বিশ্বাস করতে হবে কেন? ২ গ. যারা কোরআন নাজিলের পর অন্যান্য আসমানি কিতাবে বিশ্বাস করে তাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর। ৩ ঘ. মাওলানা মজিবুল হকের কোরআন মাজিদ সম্পর্কিত বক্তব্য ইসলামের আলোকে বিশ্লেষণ কর।৪ ৯. নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও মুসলিম জাহানের প্রথম খলিফা হজরত আবু বকর (রা.)। তাকে বলা হতো ইসলামের ত্রাণকর্তা। হজরত উমর (রা.) ছিলেন দ্বিতীয় খলিফা। হজরত মোহাম্মদ (সা.) তাকে ফারুক উপাধি দান করেন। তিনি প্রজাদের সুঃখ-দুঃখ দেখার জন্য রাতের অাঁধারে ঘুরে বেড়াতেন। তিনি ছিলেন আইনের শাসক এবং সাম্য ও মানবতাবোধের এক মহান আদর্শ। ক. ফারুক অর্থ কি? ১ খ. ইসলামের ত্রাণকর্তা বলতে কী বোঝায়? ২ গ. আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান যুগের শাসকরা হজরত উমর (রা.) এর জীবন থেকে কী শিক্ষা লাভ করতে পারে? ৩ ঘ. উমর (রা.) সাম্য ও মানবতাবোধের এক মহান আদর্শ। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। ৪

সর্বশেষ খবর