বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

এসএসসি পরীক্ষা প্রস্তুতি-২০১৩

বাংলা দ্বিতীয়পত্রের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক এ মডেল টেস্টটি তৈরি করেছেন

১. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির ন্যায় কাজ করে? ক. সমুচ্চয়ী অব্যয় খ. অনন্বয়ী অব্যয় গ. অনুসর্গ অব্যয় ঘ. অনুকার অব্যয় ২. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? ক. আকাঙ্ক্ষাভাব খ. অনূজ্ঞাভাব গ. সাপেক্ষভাব ঘ. নির্দেশকভাব ৩.Wisdom goes by learning but not by year.- এর সঠিক অনুবাদ কোনটি? ক. বয়সেতে বিজ্ঞ নহে, বিজ্ঞ হয় জ্ঞানে খ. মালা টিপলেই বৈরাগী হয় না গ. মানিকে মানিক চেনে ঘ. বজ্র অাঁটুনি ফস্কা গেরো ৪. যুক্ত ব্যঞ্জনধ্বনিস্থ স্থ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ কি হয়? ক. বিকৃত থাকে খ. অস্পষ্ট থাকে গ. অবিকৃত থাকে ঘ. উহ্য থাকে ৫. আঞ্চলিক ভাষার অপর নাম কি? ক. চলিতভাষা খ. উপভাষা গ. সাধুভাষা ঘ. কথ্যভাষা ৬. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কি? ক. দন্ত্য ধ্বনি খ. মূর্ধন্য ধ্বনি গ. কণ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য ধ্বনি ৭. পত্রের প্রধান অংশ দুটো কি কি? ক. প্রাপক ও প্রেরক খ. শিরোনাম ও প্রেরক গ. পত্রগর্ভ ও পোস্টকার্ড ঘ. শিরোনাম ও পত্রগর্ভ ৮. ইংরেজিComplex I Compound Sentence এর বঙ্গানুবাদ কোন বাক্যে করলে সহজ ও সুন্দর হয়? ক. একটি সরল বাক্যে খ. একাধিক সরল বাক্যে গ. মিশ্র বাক্যে ঘ. জটিল বাক্যে ৯. য, র, ল, ব- এর চারটি বর্ণকে কি বলে? ক. উম্মবর্ণ খ. স্পর্শবর্ণ গ. অন্তঃস্থ বর্ণ ঘ. তালব্য বর্ণ ১০. অনুভূতিজাত ধ্বন্যাত্দক দ্বিরুক্তি শব্দ কোনটি? ক. ট্যা ট্যা খ. ঝি ঝি গ. হু হু ঘ. হি হি ১১. 'সারাটি সকাল তোমার আশায় বসে আছি'_ এখানে 'টি' কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক. নির্দেশকভাবে খ. নির্দিষ্টভাবে গ. অর্থপূর্ণভাবে ঘ. নিরর্থকভাবে ১২. পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়? ক. উপমান খ. উপমিত গ. উপপদ ঘ. তৎপুরুষ ১৩. কোন শব্দটিতে বিশেষ অর্থে 'উপ' উপসর্গের ব্যবহার হয়েছে? ক. উপবন খ. উপকণ্ঠ গ. উপদ্বীপ ঘ. উপভোগ ১৪. 'আমার হৃদয় মন্দিরে আশায় বীজ উপ্ত হইল।' বাক্যটিতে কোন দোষ আছে? ক. বাহুল্য দোষ খ. বাগধারার দোষ গ. গুরুচণ্ডালীর দোষ ঘ. উপমার ভুল প্রয়োগ ১৫. 'অন্ধ অনুকরণ'- এর বাগধারা কি? ক. অন্ধকার দেখা খ. গৌরচন্দ্রিকা গ. গড্ডালিকা প্রবাহ ঘ. চর্বিত চর্বণ ১৬. প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের 'গতকাল' শব্দটি পরোক্ষ উক্তিতে কিরূপে পরিবর্তিত হবে? ক. সেদিন খ. পরের দিন গ. গতকল্য ঘ. আগের দিন ১৭. বাক্যের অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোই_ ক. স্বরভঙ্গি খ. আসত্তি গ. পদসংস্থাপনার ক্রম ঘ. যোগ্যতা ১৮. 'মহিমা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ক. মহা+ইয়া খ. মহা+ইমন গ. মহি+মা ঘ. মহৎ+ইমন ১৯. ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়? ক. ফুসফুস খ. জিহ্বা গ. বাগযন্ত্র ঘ. কণ্ঠ ধ্বনি ২০. বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি? ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি [চলবে] উত্তরমালা : ১. গ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০.খ।

সর্বশেষ খবর