বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা : বিজ্ঞান

প্রিয় শিক্ষার্থীরা, আজ \'প্রাথমিক বিজ্ঞান\' বিষয়ের নমুনা শূন্যস্থান নিয়ে আলোচনা করেছেন ঢাকার ন্যাশনাল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক-জান্নাতুল ফেরদৌস স্বর্ণা

প্রাথমিক সমাপনী পরীক্ষা : বিজ্ঞান

শূন্যস্থান

১. জনসংখ্যাধিক্যের কারণে চিকিৎসা ব্যবস্থাও বেশ প্রতিকূল অবস্থায় পড়ে।

২. উপযুক্ত কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি করা সম্ভব।

৩. ১৯৮১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৮ কোটি ৯৯ লাখ।

৪. বুদ্ধি ও জ্ঞানের জন্যই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব।

৫. বিজ্ঞান ও প্রযুক্তি নতুন নির্মাণ বস্তু উদ্ভাবন করতে পারে।

৬. আমাদের সম্পদ সীমিত।

৭. তীব্র ঠাণ্ডায় খাদ্যে জীবাণু জন্মায় না।

৮. সব উৎসের পানি নিরাপদ নয়।

৯. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে আসল পার্থক্য হলো সময়ের।

১০. বিকল্প জ্বালানির উৎসরূপে সৌরশক্তি ও কবুশক্তির উপর অগ্রাধিকার দিতে হবে।

১১. বায়ু একটি নির্মল জ্বালানির উৎস।

১২. গাছ কার্বন-ডাই অঙ্াইড গ্রহণ করে খাদ্য তৈরি করে।

১৩. খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে লিভার ও কিডনি অকার্যকর হয়।

১৪. পটেটো চিপস জাঙ্ক ফুড।

১৫. প্রাকৃতিক কারণে আর্সেনিক দূষণ হয়।

১৬. দেহ সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য আমরা খাদ্য গ্রহণ করি।

১৭. ভিটামিন ও খনিজ লবণের পরিমাণ কম হলেও দেহের চাহিদামত থাকতে হবে।

১৮. সোয়াইন ফ্লু হলে নাক দিয়ে পানি পড়বে।

১৯. সংগৃহীত তথ্য সংরক্ষণের জন্য উপরের Manu Bar এর বাম দিকে file Sclect করতে হবে।

২০. মানুষ এখন আকাশকে ব্যবহার করছে চলাচলের জন্য।

২১. গ্রীষ্ম ও বর্ষাকালে সূর্য বাংলাদেশের উপর খাড়াভাবে কিরণ দেয়।

২২. বাংলাদেশের উত্তরে বেশ শীত এবং বায়ুচাপ বেশি।

২৩. যে স্থানে তাপমাত্রা কম সেখানে বায়ু ঘন থাকে।

২৪. জলস্রোতকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

২৫. বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে।

 

 

সর্বশেষ খবর