১. ফরায়েজী আন্দোলনকে কোন ব্যক্তি রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?
ক. হাজী শরীয়তউল্লাহ খ. দুদু মিয়া
গ. তিতুমীর ঘ. নবাব সলিমুল্লাহ২. ফকির আন্দোলনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে কার অবদান সবচাইতে বেশি_
i. পরাগল শাহ ii. মজনু শাহ
iii. মাদার বঙ্ শাহ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩. ১৭৭৬ সালে মহাস্থানে কারা একটি দুর্গ নির্মাণ করে?
ক. ইংরেজগণ খ. ফকিরগণ
গ. তিতুমীরের সৈন্যরা ঘ. বাঙালিরা
৪. কে ফকির আন্দোলনের সাথে জড়িত নয়?
ক. পরাগল শাহ খ. বাহাদুর শাহ
গ. মাদার বখস ঘ. জারিশাহ
৫. ইংরেজি শাসনের বিরুদ্ধে প্রথম সংঘটিত ও সংঘবদ্ধ আন্দোলন ছিল কোনটি?
ক. নীল বিদ্রোহ খ. ফকির বিদ্রোহ
গ. সিপাহী বিদ্রোহ ঘ. বারাসাত বিদ্রোহ
৬ বঙ্ারের যুদ্ধে ইংরেজদের সাথে কার যুদ্ধ হয়?
ক. ফকিরদের খ. মীর কাসিমের
গ. মজনুশাহের ঘ. তিতুমীরের
৭. ইস্ট ইণ্ডিয়া কোম্পানির শাসকবর্গ ফকির সন্ন্যাসীদের কী বলে চিহ্নিত করে?
ক. চোর খ. দস্যু গ. বিদ্রোহী ঘ. ভিক্ষুক
৮. বাংলার কোন বীর সন্তান বাংলার একাংশে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন?
ক. মজনু শাহ খ. ভবানী পাঠক
গ. তিতুমীর ঘ. ফকির মজনু শাহ
৯. তিতুমীর কোথায় 'বাঁশের কেল্লা' নির্মাণ করেন?
ক. নদীয়ায় খ. চাঁদপুরে
গ. বারাসাতে ঘ. নারিকেলবাড়িয়ায়
১০. উইলিয়াম হ্যান্টারের মতে বারাসাতের বিদ্রোহে কত কৃষকসেনা তিুতমীরের পক্ষে যোগদান করে?
ক. প্রায় ৭৩ হাজার খ. প্রায় ৮৩ হাজার
গ. প্রায় ৮৪ হাজার ঘ. ৯৩ হাজার
১১. কোন আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর?
ক. অসযোগ আন্দোলন খ. খিলক্ষেত আন্দোলন
গ. ফরায়েজী আন্দোলন ঘ. ফকির আন্দোলন
১২. কখন হাজী শরীয়তউল্লাহ পবিত্র হজ সম্পন্ন করতে মক্কা গমন করেন?
ক. ১৭৯০ সালে খ. ১৭৯৯ সালে
গ. ১৮২০ সালে ঘ. ১৮২১ সালে
১৩. এস্কনস কে ছিলেন?
ক. একজন লেখক খ. একজন নীল কমিশন
গ. একজন জজ ঘ. একজন সমরনায়ক
১৪. ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত একশ বছরের ইতিহাস
ক. অধিকারের ইতিহাস খ. সংগ্রামের ইতিহাস
গ. গণতন্ত্রের ইতিহাস
ঘ. আইনের শাসনের ইতিহাস
১৫. হাজী শরীয়তউল্লাহর আন্দোলনের নাম ফরায়েজী হলো কিভাবে?
ক. ইসলামের ফরজ শব্দটি থেকে
খ. জমির ফরাজ করা থেকে
গ. হাজী সাহেবের নাম থেকে
ঘ. আন্দোলনের নতুন নামকরণ থেকে
১৬. 'সত্যাগ্রহ' আন্দোলন কি?
ক. সত্যাসত্য বিচার করার আন্দোলন
খ. শান্তি ও নিরস্ত্রভাবে অন্যায়ের বিরুদ্ধে সত্যের ভিত্তিতে সংগ্রাম
গ. সত্যের জন্য আগ্রহ প্রকাশের সংগ্রাম
ঘ. যে সংগ্রামে সত্য প্রতিষ্ঠিত হয়
১৭. ফকির আন্দোলন স্তিমিত হওয়ার কারণ_
i. সুযোগ্য নেতৃত্বের অভাব
ii. কোম্পানির উন্নততর রণকৌশল ও সৈন্য বৃদ্ধি
iii. মজনু শাহর মৃত্যুর পর নেতারা আন্দোলন এগিয়ে নিতে চায়নি
নিচের কোনটি সঠিক
ক. i খ.ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১৮. নীল চাষীদের জীবন কেন অতিষ্ঠ হয়ে উঠে?
i. বার বার বন্যা ও ঘুর্ণিঝড়ের কারণে
ii. নীলকরদের মানুষিক অত্যাচারে
iii. জোরপূর্বক নীল চাষে বাধ্য করাতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ওiii
১৯. নীল বিদ্রোহে 'নীল কমিশন' এর প্রভাব কী?
ক. নীল চাষীদের উপর দমননীতি গ্রহণ করে
খ. নীল চাষীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়
গ. নীল বিদ্রোহের শান্তিপূর্ণ অবসান ঘটে
ঘ. চাষী নীল চাষ বন্ধ হয়ে যাওয়া
২০. তিতুমীরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়?
ক. সমাজ সংস্কার খ. সাম্প্রদায়িকতা
গ. ধর্মীয় সংস্কার ঘ. রাজনৈতিক স্বাধীনতা
উত্তরমালা : ১.ক ২.খ ৩.খ ৪.খ ৫.খ ৬.খ ৭.খ ৮.গ ৯.ঘ ১০.খ ১১.গ ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.গ ১৯.গ ২০.খ।