রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

জেনে নিই

১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল কোনটি?

উত্তর : ১৮৭৬ থেকে ১৯৩৮

২. ভাগ্যের সন্ধানে শরৎচন্দ্র কত সালে বার্মার রেঙ্গুনে যান?

উত্তর : ১৯০৩ সালে

৩. শরৎচন্দ্র কখন থেকে নিয়মিত সাহিত্য চর্চা শুরু করেন?

উত্তর : ১৯১৬ সাল থেকে

৪. 'মহেশ' গল্পটি শরৎচন্দ্রের কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর : হরিলক্ষ্মী

৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'হরিলক্ষ্মী' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর : ১৯২৬ সালে

৬. 'মহেশ' কোন ধরনের রচনা?

উত্তর : গল্প

৭. 'মহেশ' গল্পে কোন গ্রামের কথা বলা হয়েছে?

উত্তর : কাশিপুর

৮. শরৎচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 'জগত্তারিণী' পদক লাভ করেন কত সালে?

উত্তর : ১৯২৩ সালে

৯. শরৎচন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি পান কত সালে?

উত্তর : ১৯৩৬ সালে

১০. 'মহেশ' গল্পের প্রধান বাহন কি?

উত্তর : সাধারণ মানুষের জীবনচিত্র

*শিক্ষা ডেস্ক

সর্বশেষ খবর