রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি : সাধারণ জ্ঞান

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য সাধারণ জ্ঞান প্রশ্নাবলী নিয়ে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- মো. রাসেল মলি্লক

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি  : সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক বিষয়াবলী

১. বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলটি অবস্থিত_

ক. জাপানে খ. সংযুক্ত আরব আমিরাতে

গ. কাতারে ঘ. ওমানে

২. 'অগি্ন-৫' কোন দেশের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র?

ক. মিসর খ. ভারত

গ. রাশিয়ান ঘ. ইসরায়েল

৩. 'রাফাহ সীমান্ত' কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

ক. ভারত-পাকিস্তান খ. চীন-আফগানিস্তান

গ. মিসর-ফিলিস্তিন ঘ. লিবিয়া-মিসর

৪. ব্লগ কি?

ক. অনলাইন জার্নাল বা ওয়েবসাইট খ. অনাকাঙ্ক্ষিত মেইল

গ. সামাজিক যোগাযোগ মাধ্যম ঘ. ফ্রি ওয়েব মেইল

৫. মানব উন্নয়ন রিপোর্ট ২০১৩ অনুযায়ী মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?

ক. রাশিয়া খ. সুইজারল্যান্ড

গ. কাতার ঘ. চীন

৬. ২০২২ ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

ক. আর্জেন্টিনায় খ. স্পেনে

গ. ইংল্যান্ডে ঘ. কাতারে

৭. সিয়ার্স টাওয়ারের বর্তমান নাম কি?

ক. উইলিস টাওয়ার খ. কনকর্ড টাওয়ার

গ. লুইস টাওয়ার ঘ. উর্টজন টাওয়ার

৮. বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালিত হয়?

ক. ১৪ সেপ্টেম্বর খ. ২০ অক্টোবর

গ. ২ নভেম্বর ঘ. ২২ ডিসেম্বর

৯. 'মিগ-২১' কোন দেশের যুদ্ধবিমান?

ক. চীন খ. উ. কোরিয়া

গ. জাপান ঘ. রাশিয়া

১০. ইন্টারপোলের সদর দফতর অবস্থিত_

ক. লন্ডনে খ. প্যারিসে

গ. লিও ঘ. জেনেভায়

১১. 'ঙওঈ' এর বর্তমান সদস্য সংখ্যা কত?

ক. ৪৫টি খ. ৫১টি

গ. ৫৭টি ঘ. ৬৩টি

১২. জাতিসংঘের বর্তমান সদস্য কত?

ক. ১৯০টি খ. ১৯৩টি

গ. ১৯৫টি ঘ. ১৯২টি

১৩. হুগো শ্যাভেজ কত তারিখে মারা যান?

ক. ১৫ জানুয়ারি ২০১৩ খ. ২৭ ফেব্রুয়ারি ২০১৩

গ. ৫ মার্চ ২০১৩ ঘ. ২০ এপ্রিল ২০১৩

১৪. 'হুগো শ্যাভেজ' কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

ক. কিউবা খ. ভেনিজুয়েলা

গ. বলিভিয়া ঘ. পেরু

১৫. ১৮তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. দক্ষিণ আফ্রিকার ডারবানে

খ. মিসরের কায়রোয়

গ. মেঙ্েিকার কানকুনে ঘ. কাতারের দোহায়

১৬. চীনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?

ক. শি জিনপিং খ. লি কে কিয়াং

গ. হু জিনতাও ঘ. ওয়েন জিয়াবাও

১৭. 'পিঙ্ক সিটি' কোথায় অবস্থিত?

ক. থাইল্যান্ডে খ. মিয়ানমারে

গ. ভারতে ঘ. মালয়েশিয়ায়

১৮. ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

ক. মিয়ানমার খ. ভারত

গ. ফিলিপাইন ঘ. চীন

১৯. মালালা ইউসুফজাঈ কোন শহরে গুলিবিদ্ধ হন?

ক. মিঙ্গোরো খ. অ্যাবোটাবাদ

গ. করাচি ঘ. পাঞ্জাব

২০. বিশ্বের সবচেয়ে বেশি গড় আয়ুর দেশ কোনটি?

ক. কানাডা খ. জাপান

গ. সুইজারল্যান্ড ঘ. চিলি

২১. আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের নাম কি?

ক. লুইস হার্ড খ. পিটার টোমকা

গ. জন পল ঘ. স্টুয়ার্ট হেলি

২২. 'ওয়াল স্ট্রিট জার্নাল' কোন দেশের গণমাধ্যম?

ক. যুক্তরাষ্ট্র খ. কানাডা

গ. যুক্তরাজ্য ঘ. ডেনমার্ক

২৩. মিয়ানমারের নাসাকা বাহিনী বিলুপ্ত হয় কত তারিখে?

ক. ২২ জানুয়ারি ২০১৩

খ. ৬ মার্চ ২০১৩

গ. ১৬ জুন ২০১৩

ঘ. ১১ জুলাই ২০১৩

 

উত্তরমালা : ১.খ ২.খ ৩.গ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.গ ১১.গ ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.খ ২১.খ ২২.ক ২৩.ঘ।

 

 

সর্বশেষ খবর