বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য \'ইসলাম ও নৈতিক শিক্ষা\' বিষয়ের সৃজনশীল অংশের মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার ন্যাশনাল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক- কাজী মো. আলাউদ্দিন

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

 

[ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও :

১. মহান আল্লাহ তায়ালার বিভিন্ন নাম রয়েছে। এর মধ্যে একটি নামের অর্থ বিশ্লেষণ করে তামিম আল্লাহকে এই পৃথিবীর সব কিছুর নিরাপত্তাদানকারী হিসেবে প্রকাশ করে তার এক গ্রন্থে। শুধু নিরাপত্তাদানকারী নয় বরং তামিম আল্লাহকে তার গ্রন্থের শেষাংশে এমনভাবে প্রকাশ করেছেন যাতে সবাই বুঝতে পারে মহান আল্লাহ তায়ালা কোনো কিছুর জন্য কারও কাছে মুখাপেক্ষী নন। বরং তার কাছে সবাই মুখোপেক্ষী।

ক. এক ও অদ্বিতীয় কে? ১

খ. 'ইমান' বলতে কি বুঝ? ২

গ. তামিম নিরাপত্তাদানকারী হিসেবে আল্লাহর কোন গুণবাচক নামটির প্রকাশ ঘটিয়েছেন ব্যাখ্যা কর।৩

ঘ. 'তামিমের গ্রন্থের শেষাংশ আল্লাহ তায়ালার সামাদুন নামের পরিচয় বহন করে'_ বিশ্লেষণ কর। ৪

২. জনাব আমির হোসেনের পুত্র তানভীর সাহেব একটি আদালতের বিচারক হিসেবে যোগদান করেছেন। তানভীর সাহেব সিদ্ধান্ত নিয়েছেন তিনি কোনো অন্যায় ও পক্ষপাতমূলক বিচার করবেন না। তার কারণ, পরকালে তাকে এই অন্যায় ও পক্ষপাতের জন্য মহান আল্লাহর কাছে হিসাব প্রদান করতে হবে। তিনি মনে করেন, প্রতিটি অন্যায় ও পাপের জন্য পরকালে শাস্তি ভোগ করতে হবে। প্রত্যেক মুসলমানকে এ কথা মনেপ্রাণে বিশ্বাস রেখেই দুনিয়াতে কাজ করা উচিত।

ক. বলুন, 'হে মানুষ, আমি তোমাদের সবার জন্যই আল্লাহর রাসূল'_এটি কীসের বাণী? ১

খ. 'শাফাআত' কথাটি বুঝিয়ে বল। ২

গ. জনাব তানভীর সাহেব কোন জীবনে শাস্তি পেতে চান না তার ব্যাখ্যা দাও। ৩

ঘ. তানভীরের এই বিশ্বাসের গুরুত্ব বিশ্লেষণ কর। ৪

৩. শুক্রবার বায়তুল মামুর জামে মসজিদের ইমাম সাহেব ধনী ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন, 'আপনারা যদি সঠিকভাবে আপনাদের জাকাত প্রদান করেন তবে এই সমাজে কেউ না খেয়ে থাকবে না, এলাকার মানুষ শিক্ষা অর্জন করতে পারবে ভালোভাবে। বস্ত্র আর বাসস্থানের অভাবে মানুষ আর কষ্ট করবে না।'

ক. ইহরাম কোন ভাষার শব্দ? ১

খ. সন্তান জন্মের সপ্তম দিনের চারটি উত্তম কাজ লিখ। ২

গ. ইমাম সাহেবের বক্তব্যে জাকাতের কোন ধরনের গুরুত্ব প্রকাশিত হয়েছে ব্যাখ্যা দাও। ৩

ঘ. তুমি কি মনে কর ইমাম সাহেবের কথা মেনে চললে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে? মতামতের সপক্ষে যুক্তি দাও। ৪

৪. প্রত্যেকদিন ফজরের নামাজের পর বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম সাহেব একটি করে হাদিস পড়ে শোনান উপস্থিত মুসলি্লদের। তিনি একদিন হাদিস শোনাতে গিয়ে নিম্নোক্ত হাদিসটি শুনিয়েছিলেন। যে ব্যক্তি বায়তুল্লাহ জেয়ারতে এসে কোনো অশ্লীল কাজ করল না, আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হলো না, সে গুনাহ বা পাপ থেকে এমনভাবে পবিত্র হয়ে ফিরল যেমন সে পবিত্র ছিল সেদিন, যেদিন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল।

ক. নিসাব শব্দের অর্থ কী? ১

খ. আকিকা বলতে কী বোঝ? ২

গ. উদ্দীপকের হাদিসটি ইসলামের কোন মৌলিক ইবাদতের ইঙ্গিত প্রদান করে তার ফরজ ও ওয়াজিবের ব্যাখ্যা দাও।

ঘ. উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে বলা যায়, হজের রয়েছে অনেকগুলো সুন্নত- বিশ্লেষণ কর। ৪

৫. মাহফুজের বয়স ৭ বছর। আজ ২২ রমজান। তার দাদু মসজিদে থাকেন। রাতেও থাকেন। মাহফুজ মসজিদে গিয়ে তাকে দেখে আসে। দাদুর দেখাদেখি নামাজ পড়ার সময় সেও রুকু সেজদা দেয়। মাহফুজ দাদুর সঙ্গে কথা বলে, আচ্ছা দাদু তুমি এখন এখানে থাক কেন? দাদু, এই সময় মমজিদে থাকলে আল্লাহ অনেক সাওয়াব দান করেন। এতে এমন একটি রাত ইবাদতের জন্য পাওয়া যায় যার কথা আল্লাহতায়ালা কোরআনে বলেছেন। মাহফুজ, আমিও বড় হলে তোমার মতো মসজিদে থাকব। দাদু তার কথা শুনে হাসেন।

ক. আল-কোরআনে সেজদার আয়াত রয়েছে কয়টি? ১

খ. সুরা করের পরিচিতি লিখ। ২

গ. মাহফুজের দাদু কোন রাতের কথা বলেছেন? ৩

ঘ. মাহফুজের দাদুর বলা রাতটির শ্রেষ্ঠত্ব সুরা কদরের আলোকে বিশ্লেষণ কর। ৪

৬. মাফজুদের শ্রেণী শিক্ষক আব্দুল করিম সাহেব একদিন ক্লাসে আল্লাহতায়ালার পরিচয় তুলে ধরলেন। তিনি বললেন, পবিত্র কোরআনে তিনটি আয়াত রয়েছে, যাতে মহান আল্লাহতায়ালার পরিচয় বর্ণনা করা হয়েছে। তিনি আয়াত তিনটি বোর্ডে লিখলেন। সবাই মুখস্থ করতে এবং প্রতিদিন আয়াত তিনটি তেলাওয়াত করতে বললেন।

ক. আয়াতুল কুরসি কোন সুরার অংশ? ১

খ. আয়াতুল কুরসি মর্যাদা এত বেশি কেন? ২

গ. আবদুল করিম সাহেব কোন তিনটি আয়াতের কথা বলেছেন? এগুলোর ফজিলত ব্যাখ্যা কর। ৩

ঘ. আবদুল করিম স্যারের বোর্ডে লেখা আয়াত তিনটির আলোকে আল্লাহতায়ালার পরিচয় উপস্থাপন কর। ৪

৭. আমিন ও আশিক দুই ভাই। তাদের সম্পর্কে খুবই মজবুত। দুজনেই বেসরকারি দুই সংস্থার খুব উচ্চপদে আছেন। একে অপরের বিপদে তারা তাদের সাধ্যের সবটুকু চেষ্টা করেন। এলাকায় তাদের কতিপয় হিন্দু বন্ধুও আছেন। তারা তাদের সেই বন্ধুদের বিপদ আপদেও এগিয়ে যান। তাদের আচরণ দেখলে মনে হয় হিন্দু ধর্মাবলম্বী বন্ধুরাও তাদের ভাই।

ক. ইমানদার কারা? ১

খ. ইবরাহিম (আ.) এর ধৈর্য সম্পর্কে লিখ। ২

গ. আমিন ও আশিকের মধ্যে কোন ভ্রাতৃত্ব দেখা যায়? পাঠ্যপুস্তকের আলোকে এর গুরুত্ব লিখ। ৩

ঘ. 'আমিন ও আশিকের মধ্যে বিশ্বভ্রাতৃত্বের প্রকাশ ঘটেছে। তোমার পাঠ্যপুস্তকের আলোকে উক্তিটি প্রমাণ কর। ৪

৮. ইকবাল সাহেব দেশের প্রতি খুব আবেগপ্রবণ। বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে সে এত খুশি হয় যে কান্না চলে আসে। দেশের মানুষের অকল্যাণ সে কখনোই সহ্য করতে পারে না। তার বন্ধু, আকতারের সহিষ্ণুতা ঈর্ষণীয়। তিনি একজন ধার্মিক মুসলিম। তার কথা দ্বারা অন্য ধর্মাবলম্বীরা কখনো আঘাত পায় না। তিনি একজন রাজনীতিবিদও। তার প্রতিপক্ষ দলের লোকজনের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক। তিনি অন্যদের মতামতকে প্রাধান্য দিয়ে চলেন।

ক. দেশ রক্ষার জন্য একদিন এক রাতের প্রহরা কীসের থেকে উত্তম? ১

খ. নারীর মর্যাদা সম্পর্কে ইসলামের নীতি সম্পর্কে লিখ? ২

গ. ইকবাল সাহেবের মানসিকতা কীসের উদাহরণ? ব্যাখ্যা কর। ৩

ঘ. সামাজিক ও রাষ্ট্রীয় শান্তিশৃঙ্খলার জন্য আকতার সাহেবের মতো ব্যক্তি প্রয়োজন_ পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামত দাও। ৪

৯. আসাদ ইতিহাসের ছাত্র। সে পড়েছে মুসলিম ইতিহাস। আব্বাসীয় ও উমাইয়া শাসনকে তার কাছে ইসলামের অনুশাসন মনে হয় না। খোলাফায়ে রাশেদার আদর্শের পর ইসলামী বিশ্বে দুর্নীতি আর কুশাসন নেমে আসে। তারা বিলাসিতায় জীবন ঢেলে দেয়। আসাদ একজন উমাইয়া শাসকের নাম জানে। যিনি ছিলেন ব্যতিক্রম। তার আমলে আবার খোলাফায়ে রাশেদার শাসন ফিরে আসে। ন্যায়পরায়ণ শাসন শুরু হয়। আসাদ তাকে খুব শ্রদ্ধা করে। তাকে দ্বিতীয় উমর বলা হয়।

ক. ইসলামের পঞ্চম খলিফা কে? ১

খ. হাদিস সংকলনের প্রেক্ষাপট লিখ। ২

গ. আসাদ কাকে শ্রদ্ধা করে? খলিফা হওয়ার পর তার কার্যক্রম ব্যাখ্যা কর। ৩

ঘ. আসাদ যে শাসককে শ্রদ্ধা করে তাকে দ্বিতীয় উমর বলার যৌক্তিকতা প্রমাণ কর। ৪

 

 

সর্বশেষ খবর