বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

বিসিএস প্রিলি. প্রস্তুতি : সাধারণ বিজ্ঞান

ডা. মো. জামিল খান, বিসিএস পুলিশ

২৩. ডিনামাইট আবিস্কারে করেন-

ক. হেনরি ক্যাভেন্ডিস খ. রুডলফ ডিজেল গ. জন ডাল্টন ঘ. আলফ্রেড বার্নাড নোবেল

উত্তর : ঘ

২৪. নিচের কোনটির উধর্্বপাতন হয় না?

ক. আয়োডিন খ. নিশাদল গ. বেনজিন ঘ. বেনজয়িক এসিড উত্তর : গ

২৫. হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে

ক. ২০৪২ সালে খ. ২০৬২ সালে গ. ২০৫২ সালে ঘ. ২০৭২ সালে

উত্তর : খ

২৬. হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন বছর দেখা যায়?

ক. ১৯৫৬ খ. ১৯৬৬

গ. ১৯৮৬ ঘ. ১৯৭৬

উত্তর : গ

২৭. মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

ক. হেস খ. আইনস্টাইন

গ. রাদার ফোর্ড ঘ. গোল্ডস্টাইন

উত্তর : ক

২৮. মহাশূন্য থেকে আগত রশ্মির কণাকে কী বলে?

ক. বিটা রে খ. গামা রে

গ. আলফা রে ঘ. কসমিক রে

উত্তর : ঘ

২৯. ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানিসম্পর্কিত বিদ্যার নাম

ক. মেটিওরোলজি খ. মিনারলজি গ. হাইড্রোলজি ঘ. ইকোলজি

উত্তর : গ

৩০. জীববিজ্ঞানের প্রধান শাখা দুটি কি কি?

ক.Mycology এবং Cology

খ. Botany এবং Ecology

গ. Zoology এবং Ecology

ঘ. Botany এবং Zoology

উত্তর : ঘ

৩১. কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় এই তিন অবস্থাতেই পাওয়া যায়

ক. পানি খ. পারদ গ. লবণ ঘ, কপর্ূর

উত্তর : ক

৩২. কোনটি পদার্থ?

ক. বিদ্যুৎ খ. বাতাস

গ. তাপ ঘ. আলো

উত্তর : খ

৩৩. কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়_

ক. রাসায়নিক পরিবর্তন খ. ঊধর্্বপাতন

গ. বাষ্পীভবন ঘ. গলন

উত্তর : খ

৩৪. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

ক. চিনিকে যখন পানিতে দ্রবীভূত করা হয়

খ. পানিকে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়

গ. লোহা যখন ঘর্ষণের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়

ঘ. বহুদিন আদর্্র বাতাসে এক টুকরো লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে।

উত্তর : ঘ

 

সর্বশেষ খবর