বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
বাংলা

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

জাবেদ হোসেন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

১. 'বাঘে ছুঁলে আঠার ঘা'- এ প্রবাদটির অর্থ কি?

ক. দুষ্টলোকের কারণে ক্ষতি সাধন

খ. বড়লোকের কারণে ক্ষতিসাধন

গ. শত্রুর কারণে ক্ষতিসাধন

ঘ. বন্য প্রাণীর কারণে ক্ষতিসাধন ঙ. সবগুলোই

২. 'প্রকৃতিস্থ' শব্দের অর্থ-

ক. অস্বাভাবিক খ. স্বাভাবিক গ. নিষ্পত্তি ঘ. অভিভূত ঙ. আলোকিত

৩. কোনটি অপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ-

ক. বনে বাঘ আছে খ. পাপে বিরত হও গ. জটাতে তাপস চেনা যায়

ঘ. টাকায় বাঘের দুধ মেলে

ঙ. আলোয় অাঁধার কাটিয়া যায়

৪. 'হাতটান' বাগধারাটির অর্থ-

ক. অভাব খ. চুরি গ. শেষসম্বল ঘ. কৃপণ ঙ. কপট

৫. 'প্রশাসন' শব্দটিতে 'প্র' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. বিশেষ খ. সামনে গ. সম্যক

ঘ. আধিক্য ঙ. আতিশায্য

৬. 'দেশ-পলাতক' কোন সমাস?

ক. কর্মধারয় খ. তৎপুরুষ গ. দ্বিগু

ঘ. নিত্য ঙ. বহুব্রীহি

৭. 'বিদ্যুৎ' শব্দের সমার্থক নয় কোনটি?

ক. চপলা খ. দামিনী গ. সৌদামিনী

ঘ. ক্ষণপ্রভা ঙ. প্রভাকর

৮. 'খাতক' শব্দের বিপরীত শব্দ-

ক. ঘাতক খ. মহাজন গ. নিন্দুক

ঘ. সন্ন্যাসী ঙ. চতুর

৯. এইডস রোগ ছড়ায় কয়টি তরলের আদান-প্রদানের মাধ্যমে?

ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি ঙ. পাঁচটি

১০. 'আঠারো বছর বয়স' কবিতাটির পঙ্ক্তি সংখ্যা-

ক. ২২ খ. ৪২ গ. ৩৪ ঘ. ৩০ ঙ. ৩২

১১. 'এক সময় সূর্যকে ঢেকে অনেক মেঘের পালক'- কোন কবিতার পঙ্ক্তি?

ক. একটি ফটোগ্রাফ খ. বাংলাদেশ

গ. আমার পূর্ব বাংলা ঘ. তাহারেই পড়ে মনে ঙ. আঠারো বছর বসয়

১২. যে বিষয়ে কোন বিতর্ক নেই-তাকে এক কথায় বলা হয়-

ক. বিতর্কহীন খ. প্রতিবাদহীন

গ. অবিসংবাদী ঘ. তর্কাতীত

ঙ. অবিমিশ্রকারী

১৩.'ট্যাবু' শব্দটি কোন ভাষার?

ক. ফরাসি খ. ইংরেজি গ. গ্রিক

ঘ. তুর্কি ঙ. পর্তুগিজ

১৪. কাজী নজরুল ইসলামকে স্বাধীনতার পর কত সালে ঢাকায় আনা হয়?

ক. ১৯৭২ খ. ১৯৭৩ গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫ ঙ. ১৯৭৬

 

উত্তরমালা : ১.ক ২.খ ৩.খ ৪.খ ৫.ক ৬.খ ৭.ঙ ৮.খ ৯.গ ১০.ঙ ১১.গ ১২.গ ১৩.খ ১৪. ক।

 

 

সর্বশেষ খবর