বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
সাধারণ বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

কাজী ইস্কান্দার আলী, সাবেক শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

দুর্যোগের সঙ্গে বসবাস

[পূর্ব প্রকাশের পর]

২৩. আমেরিকায় সাইক্লোনের গতিবেগ কমানোর জন্য ব্যবহৃত হয় কোনটি?

ক. বাতাস খ. আয়োডিন

গ. সিলভার আয়োডাইড ঘ. সিলভার

উত্তর : গ

২৪. কোনটি সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না?

ক. বন্যা খ. ঘূর্ণিঝড় গ. সুনামি ঘ. খরা

উত্তর : গ

২৫. সুনামিতে জলরাশি কতটুকু উঁচু হতে পারে?

ক. ৫০ ফুট খ. ৮০ ফুট গ. ১০০ ফুট ঘ. ১৩০ফুট

উত্তর : গ

২৬. পানির চঐ কত হলে মাছের রেণু মারা যায়?

ক. ৫ খ. ৬ গ. ৫ এর কম ঘ. ৬ এর কম

উত্তর : গ

২৭. এসিড বৃষ্টিতে কোন এসিড থাকে না?

ক. সালফিউরিক খ.নাইট্রিক

গ. ইথায়নিক ঘ. হাইড্রোক্লোনিক

উত্তর : গ

২৮. এসিড বৃষ্টি হলে কী হয়?

ক. মাটির PH বেড়ে যায়

খ. মাটির PH কমে যায়

গ. মাছের উৎপাদন বৃদ্ধি পায়

ঘ. মাটির উর্বরতা বৃদ্ধি পায়।

উত্তর : খ

২৯. টর্নেডোর ক্ষেত্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় কত?

ক. ৩০০ থেকে ৫০০ কি.মি.

ক. ৩৮০ থেকে ৭০০ কি.মি.

ক. ৪৮০ থেকে ৮০০ কি.মি.

ক. ৪০০ থেকে ৭০০ কি.মি.

উত্তর : গ

৩০. ভূমিকম্পের ফলে কোন নদীর গতিপথ বদলে গেছে?

ক. মেঘনা খ. যমুনা গ. পদ্মা ঘ. ব্রহ্মপুত্র

উত্তর : ঘ

৩১। ভূগর্ভের প্রতিটি ভাগকে কী বলে?

ক. Crust খ.Core

গ.  Tectonic Plate ঘ. Sheet

উত্তর : গ

৩২. বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন কত সালে আঘাত হানে?

ক. ১৯৮১ খ. ১৯৮৮ গ. ১৯৯১ ঘ. ১৯৯৬

উত্তর : গ

৩৩. জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হলো-

ক. বরফ গলে যাওয়া

খ. বেশি করে গাছ লাগানো

গ. বৈশ্বিক উষ্ণতা

ঘ. পানি কম ব্যবহার করা

উত্তর : গ

৩৪. বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ২১০০ সালের মধ্যে কি পরিমাণ খাদ্য উৎপাদন হ্রাস পাবে?

ক. ১০% খ. ২০% গ. ৩০% ঘ. ৪০%

উত্তর : গ

৩৫. ২০০৯ সালে সংঘটিত সাইক্লোন আইলাতে কত লোক মারা যায়?

ক. ৫০০০ খ. ৭০০০

গ. ১০,০০০ ঘ. ২০,০০০

উত্তর : খ

৩৬. বাংলাদেশের অধিক খরাপ্রবণ অঞ্চল হলো-

ক. উত্তরাঞ্চল খ. পশ্চিমাঞ্চল

গ. পূর্বাঞ্চল ঘ. দক্ষিণাঞ্চল।

উত্তর : ক।

 

 

 

সর্বশেষ খবর