চলতি বছরের মেডিকেল ও ডেন্টাল ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছে গেছে ২২ হাজার ৭৫৯ জন। উত্তীর্ণদের মধ্যে থেকে মোট ১০ হাজার ২২৭ জন সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে পড়ার সুযোগ পাবে। উত্তীর্ণদের মধ্যে ১১ হাজার ৪৪৬ জন ছাত্র ও ১১ হাজার ৩১৩ জন ছাত্রী।
স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক আজ স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
গত শুক্রবার দেশব্যাপী ২৩টি পরীক্ষা কেন্দ্রে এক ঘণ্টার ভর্তি পরীক্ষা হয়। এতে ১০০ নম্বরের ভেতরে ৪০ পাওয়া শিক্ষার্থীদেরই ভর্তির যোগ্য বিবেচনা করা হয়েছে। এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৬৯ হাজার ৪৭৭ জন শিক্ষার্থী ফরম তুলেছিল। তবে ২ হাজার ৪৯০ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।অধিদপ্তরের ওয়েবসাইটে www.dghs.gov.bd ফলাফল পাওয়া যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এ বছর দেশের ২৯টি সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ১৬২ জন, ৫৬টি বেসরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩২৫ জন, নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ জন এবং ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে এক হাজার ২৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর ২০১৪/শরীফ