শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তরুণ প্রজন্ম দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদেরকে বিশ্বমানের জ্ঞান অর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই এ দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় 'ডিজিটাল বাংলাদেশ' গড়ে তোলা সম্ভব হবে। তিনি তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
রবিবার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৪ ও কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কলেজ অধ্যক্ষ প্রফেসর জাহানারা বেগমের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান হিমু, সাধারণ সম্পাদক কাউসার হক প্রমুখ।অনুষ্ঠানের আগে মন্ত্রী কলেজের মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের উদ্বোধন করেন। তিনি কলেজের শিক্ষার্থীদের সুবিধার জন্য একাডেমিক কিছু সমস্যা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৪/আহমেদ