বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

জেনে নিন

১. 'মসলেম ভারত' সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-

উত্তর : মোজাম্মেল হক

২. উদ্ধৃতি সম্পর্কে

'পাখি সব করে রব রাতি পোহাইল' -পঙ্ক্তির রচয়িতা কে?

উত্তর : মনদমোহন তর্কালংকার

৩. 'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে', বলেছেন-

উত্তর : প্রমথ চৌধুরী

৪. 'কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' - এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

উত্তর : কাজী নজরুল ইসলাম

৫. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে'-এ প্রার্থনাটি করেছে-

উত্তর : ঈশ্বরী পাটনী

৬. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' কে বলেছেন?

উত্তর : চণ্ডীদাস

৭. 'মধুর চেয়েও আছে মধুর

সে আমার এই দেশের মাটি

আমার দেশের পথের ধুলা

খাঁটি সোনার চেয়ে খাঁটি'।

কবিতার এই অংশবিশেষের রচয়িতা-

উত্তর : সত্যেন্দ্রনাথ দত্ত

৮. 'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর'-এই পঙ্ক্তিটি কার রচনা?

উত্তর : শেখ ফজলুল করিম

৯. 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।'-এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?

উত্তর : শিখা

১০. 'সবকটি জানালা খুলে দাও না'-এর গীতিকার কে?

উত্তর : মরহুম নজরুল ইসলাম বাবু

 

সর্বশেষ খবর