শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এইচএসসি পরীক্ষা প্রস্তুতি-২০১৫

মৌসুমী সুলতানা, প্রভাষক
শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, নালিতাবাড়ী, শেরপুর

[পূর্ব প্রকাশের পর]

 

৫৩. বুলীয়পূরক কি? বুলিয়ান গুণের সূত্রটি বর্ণনা কর।

৫৪. কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পাদনের জন্য বাইনারী পদ্ধতি ব্যবহৃত হয় কেন।

৫৫. AND গেইটের কার্যপদ্ধতি বর্ণনা কর।

৫৬. ল্যান্ড গেইট দিয়ে অ্যান্ড গেইটের বাস্তবায়ন দেখাও।

৫৭. এনকোডার কী বিস্তারিত লিখ।

৫৮. নয় গেইট দিয়ে এর গেইটের বাস্তবায়ন দেখাও।

৫৯. ডিকোডার কি? কাউন্টারের প্রয়োজনীয়তা কি?

৬০. রাশিমালার সরলীকরণ কর ও সরলীকৃত যুক্ত রাশিমালার যুক্তবর্তনী অাঁক।

i. AB+B     ii. Y=AB (A+C)

৬১. হাইপার লিংক কি? HTML পেজে হাইপার লিংক সম্পর্কে আলোচনা কর।

৬২. ওয়েব অ্যাড্রেস কি? ওয়েব অ্যাড্রেসের বিভিন্ন অংশের বর্ণনা দাও।

৬৩. HTML এ টেবিল ট্যাগসমূহের বর্ণনা দাও।

৬৪. ওয়েবসাইট কাঠামো বলতে কি বুঝ? ওয়েবসাইট কাঠামোতে কি কি থাকে?

৬৫. HTML হাইপারলিংক সম্পর্কে আলোচনা কর।

৬৬. HTML কি? কিভাবে ওয়েব ব্রাউজিং করা যায় লেখ।

৬৭. হেডিং কি? উদাহরণসহ HTML হেডিং যুক্ত করার ট্যাগ লেখ।

৬৮. টীকা লেখ ক. ওয়েব অ্যাড্রেস খ. ওয়েবসাইট গ. HTML ডোমেইন ঘ. ডোমেইন নেম ঙ. হাইপারলিংক।

৬৯.C প্রোগ্রামিং বলতে কি বুঝ? ' উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম রচনা সুবিধাজনক'- বিশ্লেষণ কর।

৭০. 4GL কি? 4GL এর বৈশিষ্ট্যসমূহ লিখ।

৭১. কম্পিউটার প্রোগ্রামিং কি?

৭২. সুডোকোড কি?

৭৩. ডিবাংগির কি? তা বিস্তারিত আলোচনা কর।

৭৪. অ্যালগরিদম ও ফ্লোচার্ট কি? C প্রোগ্রামিংকে mid level ভাষা বলা হয় কেন।

৭৫. চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখ।

৭৬. হাইলেভেল ল্যাংগুয়েজের সুবিধা ও অসুবিধা লিখ।

৭৭. কন্সটেন্ট বা ধ্রুবক কি? সি ল্যাংগুয়েজ সম্পর্কে লেখ।

৭৮. সি এবং সি++ এর পার্থক্য লিখ।

৭৯. সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য লিখ।

৮০. সি কেন প্রোগ্রামারদের ভাষা বলা হয়।

৮১. টোকেন কি? কি ওয়ার্ড বলতে কি বুঝায়?

৮২. অপারেটর অপারেন্ড ও এঙ্প্রেশন বলতে কি বুঝায়?

 

 

সর্বশেষ খবর