বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষা

প্রশ্ন:        ‘সন্দেশ’ শব্দটির শব্দ ও প্রত্যয়গত অর্থ কী?

                উত্তর: সংবাদ; তবে রূঢ়ি অর্থে মিষ্টান্ন।

প্রশ্ন: যৌগিক শব্দসমূহের উদহরণ কোনগুলো?

                উত্তর: রাখাল, মিতালী, বাবুয়ানা, মধুর ইত্যাদি।

প্রশ্ন: রাজপুত, মহাযাত্রা, সহৃদ, জলধি প্রভূতি কোন ধরনের শব্দ?

                উত্তর: যোগরূঢ় শব্দ।       

প্রশ্ন: অর্ধতৎসম শব্দ কোনগুলো?

                উত্তর: পুরুত, ছেরাদ্দ, কুচ্ছিত প্রভৃতি।

প্রশ্ন: চাউল, ঢোল, চুলা, টোপর প্রভৃতি কোন ধরনের শব্দ?

                উত্তর: দেশি শব্দ।

প্রশ্ন: ইস্কাপন, রুইতন, হরতন প্রভৃতি কোন ভাষার শব্দ?

                উত্তর: ওলন্দাজ।

প্রশ্ন:        যোগরূঢ় শব্দ কাকে বলে?

                উত্তর: সমাসনিষ্পন্ন সাধিত শব্দকে।

প্রশ্ন:        প্রত্যয়, সমাস ও উপসর্গের সাহায্যে গঠিত শব্দকে কী বলে?

                উত্তর: সাধিত শব্দ।

প্রশ্ন:        যোগরূঢ় শব্দ হিসেবে‘ জলধি’ শব্দটির অর্থ কী?    

                উত্তর: সমুদ্র।

প্রশ্ন:        আঁশ কোন ভাষার শব্দ?

                উত্তর: ফারসি।

প্রশ্ন:        বচন অর্থ কী?

                উত্তর: সংখ্যার ধারণা।

প্রশ্ন:        বাংলায় কোন কোন পদে বচনভেদ হয়?

                উত্তর: বিশেষ্য ও সর্বনাম।

প্রশ্ন:        কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনের জন্য ব্যবহৃত হয় কোনগুলো?

                উত্তর: কূল, সকল,সব,সমূহ।

প্রশ্ন:        কেবল জন্তুর ক্ষেত্রে প্রযোজ্য কোন দুটি?

                উত্তর: পাল ও যূথ।

প্রশ্ন:        বিশেষ নিয়মে সাধিত বহুবচন কোনগুলো?

                উত্তর: এটা করিমদের বাড়ী, নজরুলরা প্রতিদিন জন্মায় না।

প্রশ্ন:        বাংলা তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত?

                উত্তর: হিন্দি নিয়মে।

প্রশ্ন:        কেবল অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কী বসে?

                উত্তর: আবলী, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়।

 

প্রশ্ন:        বিদেশি শব্দের অনুসরণে বহুবচনগুলো কী?

                উত্তর: সাহেবান, বাগজাত, বুজুর্গান।

প্রশ্ন:        ‘পঞ্চম’ কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?     

                উত্তর: ক্রম বা পূরণবাচক।

প্রশ্ন:        ‘তিন’ কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?

                উত্তর: গণনাবাচক।

[চলবে]

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর