শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
সাধারণ বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

কাজী ইস্কান্দার আলী, সাবেক শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পূর্ব প্রকাশের পর]

ংং       ক. D2O     খ. H2O  

গ. H3O   ঘ. HCl

            উত্তর :  H2Os

১৪. কোন জলীয় দ্রবণ এসিডিক হলে PH এর মান কত হবে?

            ক. ৭ এর কম    

            খ. ৭ এর বেশি    

            গ. ৭ এর সমান    

            ঘ. ৬ এর কম

            উত্তর : ৭ এর কম

১৫. পৃথিবীর মোট পানির শতকরা কত ভাগ হিমবাহ ও তুষার থেকে আসে?

            ক. ১ ভাগ     খ. ২ ভাগ     গ. ১০ ভাগ    ঘ. ৪ ভাগ

            উত্তর : ২ ভাগ

১৬. আমাদের ব্যবহার উপযোগী পানির পরিমাণ শতকরা কত ভাগ?

            ক. ১ ভাগ     খ. ২ ভাগ     গ.  ১০ ভাগ   ঘ. ৯০ ভাগ

            উত্তর : ১ ভাগ

১৭. আমাদের প্রয়োজনীয় প্রোটিনের শংংতকরা প্রায় কত ভাগ মাছ থেকে আসে?

            ক. ৬০ খ. ৭০ গ. ৮০ ঘ.৯০

            উত্তর : ৮০

১৮. জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১ লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন?

            ক. ২   খ. ৩   গ. ৪  ঘ. ৫

            উত্তর : ৫

১৯. ভূ-পৃষ্ঠের শতকরা কত ভাগ লবণাক্ত?

            ক. ৭০ ভাগ    খ. ৮৭ ভাগ     গ. ৭৭ ভাগ    ঘ. ৯৭ ভাগ

            উত্তর : ৯৭ ভাগ

২০. ৪°C তাপমাত্রায় পানির ঘনত্ব কত হয়Ñ

            ক. ১ গ্রাম/সিসি    

            খ. ১০ গ্রাম /সিসি

            গ. ১০০ গ্রাম/সিসি   

            ঘ. ১০০০ গ্রাম/সিসি

            উত্তর : ১ গ্রাম/সিসি

২১. কোন উদ্ভিদ পানিতে ও মাটিতে দুই জায়গাতেই জন্মে না?

            ক. কলমি       খ. হেলেঞ্চা     গ. কেশর দাম   ঘ. পদ্ম

            উত্তর : পদ্ম

২২. ব্লিচিং পাউডারের সংকেত কোনটি?

            ক. NaoCl

            খ. Ca (OCl) Cl

            গ. Ca Cl2

            ঘ. Ca (OCl)

            উত্তর : Ca (OCl)

২৩. ওজনের সংকেত হলোÑ

            ক. O3   খ. O2   

            গ. OH   ঘ. H2O

            উত্তর : O3           

 ২৪. সোডিয়াম হাইপোক্লোরাইডের সংকেত কোনটি?

            ক. NaOCl    খ. Ca (OCl) Cl     গ. NaOH   ঘ. NaCl

            উত্তর : NaoCl 

২৫. বন্যার পানি ব্যবহার করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

            ক. ব্লিচিং পাউডার   

            খ. ক্লোরোফর্ম    

            গ. সোডিয়াম হাইপোক্লোরাইড ঘ. সোডিয়াম কার্বনেট

            উত্তর : সোডিয়াম  হাইপোক্লোরাইড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর