মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষা

প্রশ্ন:        ভাববাচক বিশেষ্যের উদাহরণ কোনগুলো?

            উত্তর: দর্শন, ভোজন।

প্রশ্ন:        কনিষ্ঠা কন্যা, একাদশ শ্রেণি কোন ধরনের বিশেষণ?

            উত্তর: ক্রমবাচক বিশেষণ।

প্রশ্ন:        বিশেষণ কয় প্রকার ও কী কী?

            উত্তর: দুই প্রকার। যথা- নাম বিশেষণ ও ভাব বিশেষণ।

প্রশ্ন:        কালো মেঘ, সবুজ বন প্রভৃতি কীসের উদাহরণ?

            উত্তর: রূপবাচক বিশেষণ।

প্রশ্ন:        স্বয়ং, নিজ , খোদ, আপনি প্রভৃতি কোন ধরনের সর্বনাম।

            উত্তর: আত্মবাচক।

প্রশ্ন:        তৎসম অব্যয় কোনগুলো?

            উত্তর: হঠাৎ, দৈবাৎ, পুনশ্চ, বরং, যদি, সাহসা।

প্রশ্ন:        সংযোজক অব্যয় কোনগুলো?

            উত্তর: আর, ও, সুতরাং প্রভৃতি।

প্রশ্ন:        বিয়োজক অব্যয় এর উদাহরণ কোনগুলো?

            উত্তর: কিংবা, অথবা নতুবা ইত্যাদি।

প্রশ্ন:        পায়ে বড্ড লেগেছে’, কোন ধরনের অব্যয়ের উদাহরণ?

            উত্তর: অনন্বয়ী অব্যয়।

প্রশ্ন:        ‘মরি মরি কি সুন্দর সকাল’, এখানে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?

            উত্তর: অনন্বয়ী অব্যয়।

প্রশ্ন:        দ্বিকর্মক ক্রিয়া কোনগুলো?

            উত্তর: যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে।

প্রশ্ন:        ‘সাপুড়ে সাপ খেলায়’ এখানে প্রযোজক কর্তা কে?

            উত্তর: সাপুড়ে।

প্রশ্ন:        অকর্মক ক্রিয়াকে সকর্মক করে কোন কর্মপদ?

            উত্তর: সমধাতুজ কর্মপদ।

প্রশ্ন:        বিশেষ্য, বিশেষণ, ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে ধাতু যুক্ত হয়ে কোন ক্রিয়া গঠিত হয়?

            উত্তর:  মিশ্র ক্রিয়া।

প্রশ্ন:        স্থায়ী সত্য প্রকাশে কাল ব্যবহৃত হয়?

            উত্তর: নিত্যবৃত্ত বর্তমান কাল।

প্রশ্ন:        অনুজ্ঞা কী?

            উত্তর: আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষের ক্রিয়াপদের যে রূপ গঠিত তাকে অনুজ্ঞা বলে।

প্রশ্ন:        ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয় না?

            উত্তর: উত্তম পুরুষ।

 

-শিক্ষা ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর