মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১৫

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য সুধীর বরণ মাঝি, সহকারী শিক্ষক ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা

বহুনির্বাচনী-২০

১.          কিসের নামানুসারে ব্যাডমিন্টন খেলার নামকরণ করা হয়?

            ক. গ্রামের নাম        খ. শহরের নাম 

            গ. ডিউকের নাম      ঘ. ফলের নাম।

২.          ব্যাডমিন্টন খেলায় কত পয়েন্টে গেম হয়?

            ক. ২২ পয়েন্ট          খ. ২১ পয়েন্ট 

            গ. ২৩ পয়েন্ট          ঘ. ২৫ পয়েন্ট।

৩.         কত সালে এশিয়ান গেমসে ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত করা হয়?

            ক. ১৮০৫ সালে       খ. ১৯১০ সালে 

            গ. ১৯৬৬ সালে       ঘ. ১৯২১ সালে।

৪.          প্রথম কত সালে কোথায় ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে ছিল?

            ক. ১৮৭০ সালে জাপানে          

            খ. ১৮৮০ সালে চীনে

            গ. ১৮৯০ সালে ইতালিতে        

            ঘ. ১৮৭০ সালে ভারতে।

৫.        I.B.F কত সালে গঠিত হয়?

            ক. ১৯৫৯ সালে        খ. ১৯৬০ সালে 

            গ ১৯৭০ সালে         ঘ. ১৯৬২ সালে।

৬.         ব্যাডমিন্টন খেলার মৌলিক কৌশল কয়টি?

            ক. ৮টি    খ. ৭টি     গ. ৯টি     ঘ. ১০টি।

৭.          মন ও শরীর গঠনের অন্যতম উৎস হলো-

            ক. পরিক্ষার-পরিচ্ছন্নতা 

            খ. সাঁতার শেখা

            গ. খেলাধুলা করা 

            ঘ. গান করা।

৮.         ব্যাডমিন্টন খেলার জনক কে?

            ক. এডিডাস           খ. মার্ক লুই 

            গ. রোমারিও           ঘ. বো- ফোটের ডিউক।

৯.         প্রতিযোগিতামূলক বাস্কেট বল খেলা শুরু হয়-

            ক. ১৮৯২ সালে       খ. ১৮৯৩ সালে

            গ. ১৮৯৪ সালে       ঘ. ১৮৯৫ সালে

১০.        কোন অলিম্পিকে বাস্কেট বল খেলা অন্তর্ভুক্ত হয়?

            ক. ১৯২৮ সালের প্যারিস অলিম্পিক 

            খ. ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক

            গ. ১৯০৮ সালের এ্যাথেন্স অলিম্পিক 

            ঘ. ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক

১১.        বাস্কেটবল খেলার জনক কে?

            ক. ড. জেমস নেইসমিথ 

            খ. ড. জন হেনরি      গ. গার্ড মুলার 

            ঘ. বেক হ্যাম।

১২.        বাস্কেটবল কোটের পরিমাপ কত?

            ক. ২৮.৬৫ ১৫.২৪ মিটার 

            খ. ২২ ১৫ মিটার

            গ. ২৫ ১৮ মিটার 

            ঘ. ২৮ ২১ মিটার।

১৩.        বাস্কেটবল খেলা শুরু হয় কিভাবে?

            ক. থ্রো অফ            খ. কিক অফ 

            গ. পাসিং              ঘ. জাম্পবল দিয়ে।

১৪.        একটি বাস্কেটবলের ওজন কত?

            ক. ৫৬৭-৬০০ গ্রাম    খ. ৬০০-৬৫০ গ্রাম

            গ. ৫৬৭-৬৫০ গ্রাম    ঘ. ৫৫০-৬০০ গ্রাম।

১৫.        কত সালে কোথায় হ্যান্ডবল খেলার উৎপত্তি হয়?

            ক. ১৮৮৯ সালের ফ্রান্সে 

            খ. ১৮৮৮ সালের কানাডায়

            গ. ১৮৮০ সালের চীনে 

            ঘ. ১৮৯০ সালের জার্মানিতে।

১৬.        কোন অলিম্পিকে হ্যান্ডবল পুরুষ অন্তর্ভুক্ত হয়?

            ক. ১৯০৮ সালের এ্যাথেন্স 

            খ. ১৯২৮ সালের প্যারিস 

            গ. ১৯৭২ সালের মিউনিখ 

            ঘ. ১৯৩২ সালের সিডনি অলিম্পিকে।

১৭.        কত সালে এশিয়ান গেমসে হ্যান্ডবল অন্তর্ভুক্ত হয়?

            ক. ১৯৮২ সালে       খ. ১৯৮৬ সালে 

            গ. ১৯৯০ সালে        ঘ. ১৯৯৪ সালে।

১৮.       হ্যান্ডবল খেলার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ কত?

            ক. ৪০–৩০ মিটার    খ. ৪০–২০ মিটার 

            গ. ৫০– ২৫ মিটার    ঘ. ৫০ ৩০মিটার।

১৯.        হ্যান্ডবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে?

            ক. ১২ জন   খ. ১৩ জন  গ. ১৪ জন  ঘ. ১৬ জন।

২০.        হ্যান্ডবল গোল পোস্টের দৈর্ঘ্য ও উচ্চতা কত?

            ক. ৩–৩ মিটার       খ. ৩–৪ মিটার 

            গ. ৪–৩ মিটার       ঘ. ৩–২মিটার।

 

উত্তরমালা : ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. গ ৮.ঘ ৯.ক ১০. খ ১১.ক ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ঘ।

সর্বশেষ খবর