বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
বাংলা দ্বিতীয়পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১৫

ফারুক আহম্মদ, সহকারী শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ঢাকা

ভাষা ও মাতৃভাষা

 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

 

১.            মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতক-গুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টিকে কী বলে?

                ক. ব্যাকরণ    খ. ধ্বনি    গ. শব্দ    ঘ. ভাষা

২.            অর্থপূর্ণ ধ্বনিই হলো

                ক. ভাষার গুরু   খ. ভাষার তাৎপর্য                            গ. ভাষার প্রাণ   ঘ. কতকগুলো শব্দ

৩.           মনের ভাব প্রকাশের জন্য, বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন, কোন বিশেষ জনসমাজে  ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত, শব্দসমষ্টিকে ভাষা বলে- উক্তিটি কার?

                ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ 

                খ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়               

                গ. প্রমথ চৌধুরী                ঘ. ড. আনিসুল হক

৪.            কিসেরভেদে ভাষার রূপ দেখা যায়?

                ক. স্থান, কাল ও সমাজভেদে                         

                খ. কবিতা ও গানেরভেদে             

                গ. জায়গাভেদে  ঘ. সময়ভেদে

৫.            ধ্বনি সৃষ্টি হয় কার সাহায্যে?       

                ক. বর্ণের সাহায্যে             খ. শব্দের সাহায্যে                             গ. পদের সাহায্যে              ঘ. বাগযন্ত্রের সাহায্যে

৬.           মানুষের গলনালি, দাঁত, মুখব্বির, কণ্ঠ, জিহ্বা, তালু, নাসিকা ইত্যাদির সহযোগ হলো

                ক. বর্ণ    খ. শব্দ  গ. পদ    ঘ. বাগযন্ত্র

৭.            ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী গঠিত হয়?

                ক. শব্দ    খ. পদ গ. বাক্য     ঘ. বাগধারা

৮.          একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কী তৈরি হয়?

                ক. শব্দ     খ. পদ                 গ. বাক্য    ঘ. বাগধারা

৯.           ফ্রান্সের মানুষের ভাষা কোনটি?

                ক. হিন্দি    খ. ফরাসি       গ. বাংলা    ঘ. ইংরেজি

১০.         চীনের মানুষের ভাষার নাম কী?

                ক. হিব্র    খ. ফরাসি          গ. ম্যান্ডারিন  ঘ. ইংরেজি

 

উত্তরমালা: ১. ঘ ২. গ ৩. খ ৪.ক ৫. ঘ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.খ ১০.গ।

 

সর্বশেষ খবর