বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ডিগ্রি পাস আবশ্যিক ইংরেজি

এম, এ হামিদ খান, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ধনবাড়ী কলেজ, টাঙ্গাইল

ডিগ্রি পাস আবশ্যিক ইংরেজি

   Question: How much did he eat? (সে কি পরিমাণ খেয়েছিল?)

    ii. The pen cost me TK. 20 (কলমটি কিনতে ২০ টাকা খরচ হয়েছিল।)

   Question : How much did the pen cost you? (কলমটি কিনতে কত খরচ হয়েছিল?)

   iii. He bought five books. (সে পাঁচটি বই কিনেছিল।)

  Question: How many books did he buy? (সে কয়টি বই কিনেছিল?)

When এর ব্যবহার:   সময় সম্পর্কে অর্থাৎ কখন বুঝাতে When দ্বারা Question করা হয় । যেমন:

  i. He came home yesterday. ( সে গতকাল বাড়ী এসেছিল। )

 Question: When did he come home? (সে কখন বাড়ী এসেছিল?)

   ii. My brother visited America last year. (আমার ভাই গত বছর আমেরিকা বেড়াতে গিয়েছিল ।)

     Question: When did your brother visit America? (তোমার ভাই কখন আমেরিকা বেড়াতে গিয়েছিল?)

     iii. Our examination will be held on the 16th June. (আমাদের পরীক্ষা ১৬ জুন অনুষ্ঠিত হবে।)

     Question : When will your examination be held? (কখন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে?)

Where এর ব্যবহার : Where দ্বারা কোন স্থান সম্পর্কে প্রশ্ন করা হয় । যেমন:

    i. He has come from Canada. (সে কানাডা থেকে এসেছে)

 Question: Where has he come from? (সে কোথা থেকে এসেছে?)

   ii. I put the book on the table (আমি বইটি টেবিলের উপর রেখেছিলাম। )

  Question: Where did you put the book? (তুমি বইটি কোথায় রেখেছিলে?)

How often : নিয়মিত বা সচারাচর কোন সময়ে কোন কাজ অনুষ্ঠিত হয় বুঝাতে বা বাক্যে Once a week, Once a month, every week, Every month ইত্যাদি উল্লেখ থাকলে সে ক্ষেত্রে When না হয়ে  How often দ্বারা  WH-question হয় । যেমন:

      i. She comes to my home once a week. (সে সপ্তাহে একবার আমার বাড়ি আসে। )

Question : How often does she come to your home? (সে কখন সচারাচর তোমার বাড়ী আসে?)

Note: দূরত্ব বুঝাতে How far দিয়ে  WH-question করতে হয় । যেমন :

 i. Dhaka is 100 k.m. from Tangail. (ঢাকা থেকে টাংগাইলের দূরত্ব ১০০কি.মি। )

     Question : How far is Dhaka from Tangail? ( ঢাকা থেকে টাংগাইলের দূরত্ব কত?)

 

 

সর্বশেষ খবর