শিরোনাম
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষা

শিক্ষা ডেস্ক

১.            মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে

                উত্তর : হরমোন

২.            সিস্টোলিক চাপ বলতে বোঝায়

                উত্তর : হৃৎপিণ্ডের সংকোচন চাপ

৩.           কোথায় দিন-রাত্রি সমান হয়?

                উত্তর : নিরক্ষ রেখায়

৪.            উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কবে?

                উত্তর : ২২ ডিসেম্বর

৫.           Sylviculture বলতে কি বুঝায়?

                উত্তর : পুষ্প চাষ  

৬.           ফাইটোপ্লাংটন কি?

                উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদ

৭.            হাইব্রিড ধানের জনক কে?

                উত্তর : প্রফেসর ইউয়েন লং পিং

৮.          নিম্নের কোনগুলো বিলুপ্তপ্রায় প্রাণী?

                উত্তর : চিতাবাঘ, বনগরু, শুশুক

৯.           উচ্চ রক্তচাপ হতে পারে কোনটির জন্য

                উত্তর : শব্দ দূষণ

১০.         বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায়?

                উত্তর : নোয়াখালী

১১.         নাট্যমঞ্চে ধোঁয়া তৈরি করার জন্য ব্যবহৃত হয়

                উত্তর : কার্বন ডাই অক্সাইড

১২.         আইসোটন কি?

                উত্তর : নিউট্রন সংখ্যা সমান, প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন

১৩.        ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য?

                উত্তর : দুই যুগের মিলনকারী

১৪.         ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়?

                উত্তর : কোকিল 

১৫.         মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা

                উত্তর : দ্বিজ কানাই

১৬.        ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন?

                উত্তর : আনিস চৌধুরী    

১৭.         ‘বৈকুণ্ঠের উইল’ গ্রন্থটির রচয়িতা কে?

                উত্তর : শরৎচন্দ্র

১৮.       জসীমউদ্দীনের ‘নিমন্ত্রণ’ কবিতাটি কোন ছন্দে রচিত?

                উত্তর : মাত্রাবৃত্ত 

১৯.        হাওয়ার রাত, বেড়াল, কমলালেবু, হরিণেরা কবিতা গুলোর রচয়িতা কে?

                উত্তর : জীবনানন্দ দাশ   

২০.         ‘যে বস্তি হইতে উৎখাত হয়েছে’সংকুচিত পদ কোনটি?

                উত্তর : উদ্বাস্তু  

২১.         বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত?

                উত্তর : ষাট দশকের       

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর