বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক নজরে

শিক্ষা ডেস্ক

১.            মানুষের ফুসফুসের কার্যকরী একক কোনটি?

                উত্তর : অ্যালভিওলি।

২.            মানুষের ফুসফুসে কতটি অ্যালভিওলি থাকে?

                উত্তর : প্রায় ৩০০-৪০০ মিলিয়ন

৩.           কথা বলার সময় শব্দ উৎপন্ন হয় কেন?

                উত্তর : ভোকাল কর্ডের কম্পনের ফলে

৪.            শ্বাসনালীর দৈর্ঘ্য কত?

                উত্তর : ১০-১৫ সে.মি.

৫.            শ্বাসনালীতে কয়টি বলয়াকার কোমল অস্থি আছে?

                উত্তর : ১৫-২০টি।

৬.           প্রাপ্ত বয়স্কদের প্রতি মিনিটে শ্বাস হার কত?

                উত্তর : ১৪-১৮ বার (গড়ে ১৬ বার)

৭.            ইংলিশ রোগ বলা হয় কোনটিকে?

                উত্তর : ক্রনিক ব্রঙ্কাইটিস।

৮.          শ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায়?

                উত্তর : মেডুলা অব লংগাটায়।

৯.           ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পাদন করে কোন প্রাণী?

                উত্তর : কেঁচো।

১০.         মাছ শ্বাসকার্য পরিচালনা করে কিভাবে?

                উত্তর : ফুলকার সাহায্যে

১১.         ব্যাঙ শ্বাসকার্য পরিচালনা কারে কিভাবে?

                উত্তর : ফুসফুসের সাহায্যে (ব্যাঙ্গাচি অবস্থায় ফুলকার সাহায্যে নেয়)।

১২.         বৃক্কের প্রধান কাজ কোনটি?

                উত্তর : শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেওয়া।

১৩.        একজন পূর্ণ বয়স্ক মানুষ প্রতিদিন কি পরিমাণ মূত্রত্যাগ করে?

                উত্তর : ১৫০০ মি.লি.।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর