রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি : বাংলা

আতাউর রহমান সায়েম, সাবেক শিক্ষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল, ঢাকা

অধ্যায় : ফেব্রুয়ারির গান (প্রায় সব ধরনের নমুনা প্রশ্নোত্তর)

প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর  ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ :

পাকিস্তানি শাসকরা বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। বাংলা ভাষাকে কেড়ে নেওয়া মানেই বাংলা মাকে অপমান করা। এ কারণে বাংলার দামাল ছেলেরা মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে একুশে ফেব্রুয়ারিতে রাজপথে মিছিল বের করে। এ যেন গভীর সমুদ্র ঢেউয়ের মতো জনতা এগিয়ে চলে। তাই পুলিশ পাকিস্তান সরকারের নির্দেশে ঐ মিছিলে গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও নাম না জানা অনেকে। এসব শহিদের রক্তের দানে আমরা পেয়েছি মাতৃভাষা বাংলা। এই রক্তে রাঙানো ফেব্রুয়ারিকে নিয়ে লেখা হয়েছে গান, গল্প, কবিতাসহ অসংখ্য সাহিত্য আর তৈরি হয়েছে স্মৃতিস্তম্ভ। তাই একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শিল্পীর কণ্ঠে ও বাদ্যযন্ত্রে বেজে উঠে- “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?” বাঙালির মতো মাতৃভাষা রক্ষা করার জন্য বুকের রক্ত ঢেলে দেওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ জন্য একুশ আমার অহংকার, আমার গর্ব। তাই প্রতিবছর আমরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাই।

১.         সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ :                                      

             i.  অনুচ্ছেদটি মূলত কোনটিকে নির্দেশ করে?

            ক. দেশ বিভাগ            খ. ভাষা-আন্দোলন  

            গ. গণঅভ্যুত্থান            ঘ. মুক্তিযুদ্ধ

            ii. ফেব্রুয়ারি মাস বাঙালির স্মৃতিগাঁথা কেন?

            ক. যুদ্ধ করার জন্য        খ. শহীদ হওয়ার জন্য 

            গ. মায়ের ভাষার জন্য              ঘ. সুমধুর হওয়ার জন্য

            iii. ১৪৪ ধারা ভঙ্গের কারণ কী?

            ক. উর্দু ভাষার দাবিতে                  খ. পুলিশের গুলিবর্ষণ

            গ. বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে            ঘ. মায়ের আদেশে

            iv.  কত সালে ভাষা আন্দোলন হয়েছিল?

            ক. ১৯৪৭ সালে খ. ১৯৫২ সালে      গ. ১৯৬৬ সালে        ঘ. ১৯৭১ সালে

            v. রাষ্ট্রভাষা বাংলা কীসের বিনিময়ে অর্জিত হয়েছিল?

            ক. রক্তের বিনিময়ে      খ. চুক্তির বিনিময়ে     গ. অর্থের বিনিময়ে            ঘ. কথার বিনিময়ে

            উত্তর: i.  খ. ভাষা-আন্দোলন; ii. গ. মায়ের ভাষার জন্য; ররর. iii. বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে; iv. খ. ১৯৫২ সালে   v. ক. রক্তের বিনিময়ে

২.         নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসিয়ে উত্তরপত্রে লেখ :

 

            ক.  শহীদ মিনারে শহীদদের জন্য----অর্পণ করা হয়।

            খ.  ভাষা আন্দোলনে ---- ছেলেরাই প্রতিবাদ করে।

            গ.  মা, মাতৃভাষা ও মাতৃভ‚মি আমাদের----।  

            ঘ. ---- পতনের মূল।

            ঙ.  নদীর চেয়ে ---- সাঁতার কাটা সহজ।

            উত্তর : ক. শহীদ মিনারে শহীদদের জন্য পুষ্পমাল্য অর্পণ করা হয়।

            খ. ভাষা আন্দোলনে দামাল ছেলেরাই প্রতিবাদ করে।

            গ. মা, মাতৃভাষা ও মাতৃভ‚মি আমাদের গর্ব।

            ঘ. অহংকার পতনের মূল।

            ঙ. নদীর চেয়ে সমুদ্রে সাঁতার কাটা সহজ। (চলবে)

সর্বশেষ খবর