সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি : বাংলা

আতাউর রহমান সায়েম সাবেক শিক্ষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল, ঢাকা

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি : বাংলা

[পূর্ব প্রকাশের পর]

৩.           নিচের যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি কর :

৪.            নিচের প্রশ্নগুলো বুঝিয়ে উত্তর লেখ:           

                ক. ‘ভাষা’ শব্দ দিয়ে পাঁচটি বাক্য তৈরি কর।

                খ. ‘রক্তে লেখা ফেব্রুয়ারি গান’ বলতে কী বোঝ?

                গ. আমরা শহীদ মিনারে ফুল দিই কেন? ব্যাখ্যা কর।

৪.            ক. উত্তর: ‘ভাষা’ শব্দ দিয়ে নিম্নে পাঁচটি বাক্য তৈরি করছি:

                i. মনের ভাব প্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম ভাষা।

                ii. আমরা বাংলা ভাষায় কথা বলি।   iii. বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম বাংলা।

                iv. প্রত্যেক অঞ্চলে আঞ্চলিক ভাষা আছে।

                v. আদিবাসীদের ভাষাকেও আমাদের শ্রদ্ধা করতে হবে।

৫.            তোমার স্কুলের শহীদ মিনারটির সংস্কারের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ।

৫। উত্তর :  

                মাননীয়

                প্রধান শিক্ষক,

                আদর্শ বিদ্যালয়,  ঢাকা- ১০০০।

                মাধ্যম : শ্রেণিশিক্ষক।

 

বিষয় : বিদ্যালয়ের শহীদ মিনারটির সংস্কারের জন্য আবেদন।

মহোদয়,

      যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয়ে নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির নিয়মিত ছাত্র। আমরা জানি যে, শহীদ মিনার আমাদের বাঙালির ভাষার চেতনার স্মারক। কিন্তু আমাদের বিদ্যালয়ের শহীদ মিনারটি অনেক পুরাতন হওয়াতে গত কয়েক মাসে একটু একটু করে ভেঙে পড়ছে। উল্লেখ্য, একুশে ফেব্রুয়ারিতে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপনের জন্য এটা অতি জরুরি সংস্কার প্রয়োজন। এ ছাড়াও অন্যান্য দিবসে এর প্রয়োজনীয়তা রয়েছে।

অতএব, মহোদয়ের নিকট আকুল প্রার্থনা- উপর্যুক্ত কারণে অর্থ বরাদ্দ করে আমাদের বিদ্যালয়ের শহীদ মিনারটি অতি দ্রুত সংস্কারের জন্য অনুগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

নিবেদক,              তারিখ : ১০ ফেব্রুয়ারি, ২০১৫ খ্রি.              পঞ্চম শ্রেণির ছাত্রদের পক্ষে

মো. আব্দুর রহমান

রোল নম্বর: ০১, শাখা : জি। 

৬। নিচের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লেখ :

 

৭। বিপরীত শব্দ লেখ :

৮। নিচের যুক্তবর্ণগুলো ব্যবহার করে দুটি করে শব্দ গঠন কর :


৯। প্রদত্ত শব্দের দুটি করে সমার্থক শব্দ লেখ :

 

১০। এক কথায় প্রকাশ কর / বাক্য সংকোচন কর :

 

 

১১। বাক্যে সাধুরীতির ক্রিয়াপদের চলতি রূপ :

 

 

 

 

সর্বশেষ খবর