রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নবম শ্রেণির পড়াশোনা : সাধারণ বিজ্ঞান

কাজী ইস্কান্দার আলী সাবেক শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

নবম শ্রেণির পড়াশোনা : সাধারণ বিজ্ঞান

অধ্যায়-১৩ : সবাই কাছাকাছি

 

১.            সকল নেটওয়ার্কের জননী কোনটি?

                ক. ই-মেইল                            খ. ইন্টারনেট

                গ. মোবাইল                           ঘ. টেলিফোন

২.            কম্পিউটারের দেহ বলা হয় কোনটিকে?

                ক. সফটওয়্যার     খ. হার্ডওয়্যার

                গ. মনিটর              ঘ. সিপিইউ

৩.           টেলিভিশনে প্রেরক যন্ত্র কী রূপে শব্দ ও ছবি প্রেরণ করে?

                ক. আলোক রশ্মি   খ. আলোক তরঙ্গ

                গ. বেতার তরঙ্গ   ঘ. তড়িৎ চুম্বক তরঙ্গ

৪.            টেলিভিশন কত সালে আবিষ্কার হয়?

                ক. ১৯২৬  খ. ১৮৭৫ গ. ১৯৬৯          খ. ১৯৬২

৫.            যোগাযোগ ব্যবস্থায় কয়টি অংশ থাকে?

                ক. এক খ. দুই        গ. তিন ঘ. চার

৬. ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহারের মূল উপাদান বা ধাপ নয় কোনটি?

                ক. প্রেরক যন্ত্র                         খ. গ্রাহক যন্ত্র

                গ. যোগাযোগ মাধ্যম  ঘ. উত্তরদান

৭.            যে যন্ত্র তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তর করে তাকে কী বলা হয়?

                ক. স্পিকার            খ. জেনারেটর

                গ. রেকটিফায়ার  ঘ. মাইক্রোফোন

৮.           বাইনারি কোর্ড কোনগুলো?

                ক. ০৩১  খ. ০৩৩               গ. ১৩২ ঘ. ০৩২

৯.            টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনে কী কী মৌলিক রং ব্যবহৃত হয়?

                ক. লাল, আসমানি ও সবুজ  খ. লাল বেগুনি ও সবুজ

                গ. লাল নীল ও হলুদ                       ঘ. লাল, নীল ও কমলা

১০.         কত সালে ইন্টারনেট চালু হয়?

                ক. ১৯৬৯  খ. ১৯২৬  গ. ১৮৬৯        ঘ. ১৯৫৬

১১. ফ্যাক্স আবিষ্কার করেন কে?

                ক. নিউটন            খ. আলেকজান্ডার বেইন

                গ. গ্রাহাম বেল       ঘ. মার্কোনি

১২.          সংবাদ বা তথ্য জমা রাখার যায় কোনটিতে?

                ক. ফ্যাক্সে               খ. ই-মেইলে

                গ. কম্পিটটারে     ঘ. বেতারে

১৩.        কম্পিউটারের মনিটর চোখ থেকে কত দূরে থাকতে হবে?

                ক. ৪০-৫০ সেঃমিঃ               খ. ৫০-৪০ সেঃ মিঃ             

                খ. ৫০-৭৫ সেঃ মি

                গ. ৫০-৬০ সেঃ মিঃ                খ. ৩০-৪০ সেঃ মিঃ

১৪. ই-মেইলের কাজ কোনটি?

                ক. মডুলেশন         খ. ডি মডুলেশন

                গ. মাইক্রোওয়েভ থেকে তথ্য পৃথকীকরণ        

                ঘ. তথ্য আদান-প্রদান

১৫. বর্তমানে বহুল ব্যবহৃত ডাক মাধ্যম-

                ক. ই-মেইল            খ. ইন্টারনেট        

                গ. ফ্যাক্স ঘ. রেডিও

১৬. টেলিভিশন কে আবিষ্কার করেন?

                ক. রজি বেয়ার্ড     খ. গ্রাহাম বেল      

                গ. মার্কোনি            ঘ. স্যামুয়েল মোর্স

১৭. টেলিফোনে ডায়াফ্রাম কোথায় থাকে?

                ক. গ্রাহক যন্ত্রে       খ. প্রেরক যন্ত্রে

                গ. রিসিভারে         ঘ. রিলেতে

১৮. দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে চোখে নানা রকম সমস্যার সৃষ্টি হয় যাকে বলা হয়-

                ক. ভিশন সিনড্রোম               খ. ভিশন ২০২০

                গ. চালশে                 ঘ. দীর্ঘদৃষ্টি

১৯. টেলিভিশনের পর্দা কীসের প্রলেপ দেওয়া হয়?

                ক. সিলভার হ্যালাইড   খ. হাইপো

                গ. ফসফর                  ঘ. সিজিয়াম

২০. কোনটি ব্যবহারে শিশুদের মস্তিষ্ক কোষ বিকাশে সমস্যার সৃষ্টি হয়?

                ক. রেডিও                             খ. টেলিভিশন

                গ. ফ্যাক্স                 ঘ. মোবাইল ফোন

২১. কোনটিকে কম্পিউটারের প্রাণ বলা হয়?

                ক. সফটওয়্যার     খ. হার্ডওয়ার

                গ. মনিটর              ঘ. কি বোর্ড

২২. কম্পিউটারের যেখানে তথ্য প্রক্রিয়াজাত হয় তাকে কী বলে?

                ক. মনিটর             খ. অন্তর্গামী মুখ

                গ. বহির্গামী মুখ    ঘ. সিপিইউ

২৩. স্পিকারে কী থাকে?

                ক. স্থায়ী চুম্বক       খ. অস্থায়ী চুম্বক

                গ. টেপরেকর্ডার   ঘ. ভিসিআর

২৪. কম্পিউটরের ক্ষেত্রে প্রযোজ্য-

                i. কম্পিউটার ভুল করে না ভুল শনাক্ত করে

                ii. কম্পিউটার নিজে ভুল শনাক্ত করতে পারে

                iii. কম্পিউটার নির্ভুলভাবে কাজ করতে পারে।

                নিচের কোনটি সঠিক?

                ক. i  ও ii               খ. i  ও iii

                গ. ii ও iii               ঘ. i, ii  ও iii

২৫. স্যানিং এর ক্ষেত্রে ইলেকট্রন বীমের গমন হয়-

                i. অগ্র-পশ্চাৎ রর. উপর-নিচে ররর. আড়াআড়ি

                নিচের কোনটি সঠিক?

                ক. i  ও ii               খ. i  ও iii

                গ. ii  ও iii              ঘ. i, iii  ও iii

 

উত্তরমালা : ১. খ. ২. খ  ৩. ঘ  ৪. ক  ৫. গ ৬ .ঘ  ৭. ক  ৮. ক  ৯. ক  ১০.ক  ১১. খ ১২.গ  ১৩.গ  ১৪.গ  ১৫.ক ১৬.ক  ১৭.খ  ১৮. ক ১৯ .গ  ২০.ঘ ২১.ক ২২.ঘ ২৩.ক ২৪.গ ২৫. ক। 

সর্বশেষ খবর