রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.            জুটন কি?

                ক. ৭০% পাট +৩০% তুলা                  খ. ৬০% পাট + ৪০% তুলা

                গ. ৯০% পাট + ১০% তুলা  ঘ. ৩০% পাট + ৭০% তুলা

২.            বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্র কোথায়?

                ক. চট্টগ্রাম          খ. বাগেরহাট               গ. কক্সবাজার      ঘ.  বরগুনা

৩.           কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে-

                ক. লোহিত রক্তকণিকা        খ. পেশি কোষ

                গ. জনন কোষ       ঘ. স্নায়ু কোষ

৪.            ক্যান্সার রোগের কারণ কি?

                ক. কোষের অস্বাভাবিক মৃত্যু             খ. কোষের অস্বাভাবিক বৃদ্ধি

                গ. কোষের অস্বাভাবিক জমাট বাঁধা  ঘ. কোনটিই নয়

৫.            যে কাগজ দিয়ে চকোলেট-সিগারেট ইত্যাদি মোড়ানো হয়, তা হলো-

                ক. সিলভার ধাতুর পাত      খ. কপার ধাতুর পাত

                গ. অ্যালুমিনিয়াম ধাতুর পাত            ঘ. সীসার পাত

৬.           রকেট ও মিসাইলের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়-

                ক. এমোনিয়া              খ. হাইড্রোজেন ও তার প্রতিস্থাপিত যৌগসমূহ

                গ. এমোনিয়াম ক্লোরাইড  ঘ. মিথেন।

 

উত্তরমালা : ১.ক ২.গ ৩.খ ৪.খ ৫.গ ৬.খ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর