বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বাংলা ও সাধারণ জ্ঞান

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি

শেখ শামীম আহমেদ

পরিচালক, শহীদ ক্যাডেট একাডেমী, উত্তরা

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি

বাংলা

এক কথায় উত্তর দাও ঃ

১.          তর্কবাগীশ কার উপধি?——————

            উত্তর : মাওলানা আব্দুর রশিদ

২.          সূক্ষ এর বিপরীত শব্দ কী?—————

            উত্তর : স্থূল

৩.         স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?————

            উত্তর : ১০টি

৪.          যে সবকিছু শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় কি বলে?———————

            উত্তর : শ্রুতিধর

৫.          ‘দাদা ভাই’ নামে পরিচিত কে?————

            উত্তর : রোকনুজ্জামান খান

৬.         ‘গৌহাটি’ কোন রাজ্যের রাজধানী?———

            উত্তর : আসাম

৭.          ‘নূতন’ এর চলিত রূপ কি?—————

            উত্তর : নতুন

৮.         মিনু গল্পে কার নাম রাক্ষসী?—————

            উত্তর :উনুনের

৯.         ‘বিদ্বান’ এর সন্ধি বিচ্ছেদ কী?————

            উত্তর :

১০.        প্রতিবেশী রাষ্ট্রের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানা কোন গল্পের পাঠের উদ্দেশ্য?———

            উত্তর :  রাঁচি ভ্রমণ

১১.        ‘এতক্ষণ আমি বাংলা পড়েছি’ বার্কটি কোন বর্তমান কালের উদাহরণ?—————

            উত্তর : পুরাঘটিত বর্তমান

১২.        ‘উচ্ছ্বাস’ এর সন্ধি বিচ্ছেদ কী?————

            উত্তর : উৎ+শ্বাস

১৩.        দ্বিরুক্ত শব্দ কত প্রকার?—————

            উত্তর : ৩ প্রকার

১৪.        ‘নীতি’ এর বিশেষণ পদ কি?————

            উত্তর : নৈতিক

১৫.        ‘পৌনে তিন’ এর সংখ্যাবাচক রূপ লিখ—

            উত্তর : ২ ৩ ৪

১৬.        অনুজ্ঞা কোন কোন কালে হয়?————

            উত্তর : বর্তমান ও ভবিষ্যৎ

১৭.        ‘জনৈক বঙ্গমহিলা’ ছদ্ম নাম ব্যবহার করে কেনা কবি লিখতেন?———————

            উত্তর : কামিনী রায়

১৮.       ‘সর্বদলীয় কর্মপরিষদ’ কত তারিখে গঠন করা হয়?——

            উত্তর : ৩০ জানুয়ারি, ১৯৫২

১৯.        ব্যাকরণের মূল ভিত্তি কি?—————

            উত্তর : ভাষা

২০.        সাংকেতিক ভাষার আরেক নাম কি?——

            উত্তর : ইশারা/ইঙ্গিত

            শূন্যস্থান পূরন করঃ

২১.        শীতাতপ—ক্ষুধা  তৃঞ্চার জ্বালা সবাই আমরা সমান বুঝি।

২২.         বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে —সর্বনাম—বলে।

২৩.        বুনিয়াদ শব্দের অর্থ———ভিত্তি———

২৪.        অ——স্বরধ্বনির কোন সংক্ষিপ্ত রূপ নেই।

২৫.        সম্রাট এর স্ত্রীবাচক শব্দ——সম্রাজ্ঞী——।

            সঠিক উত্তরে টিক চিহ্ন দাও ঃ

২৬.        মাদার তেরেসা কলকাতার কালীঘাটে কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন?

            ক. শিশুভবন          খ. প্রেমনিবাস         

            গ. নির্মল হৃদয়        ঘ. নবজীবন আবাসন

২৭.         কোন শব্দটির সঠিক বহুবচন হয়নি?

            ক. তারকারাজি        খ. হস্তি যুথ           

            গ. ফুলকূল ঘ. মানুষদাম

২৮.        উপসর্গ কোন ধরনের পদ?

            ক. অব্যয়              খ. বিশেষ্য

            গ. বিশেষণ            ঘ. সর্বনাম

২৯. ‘হস্তী’ এর প্রতিশব্দ কোনটি?

            ক. অর্ক   খ. কুঞ্জর   গ. কায়া    ঘ. হয়

৩০.        বাংলা বাক্যের অর্থহীন মৌলিক উপদান কোনটি?

            ক. বাক্য   খ. শব্দ      গ. অর্থ      ঘ. ধ্বনি

৩১.        ‘অভিধান’ বিষয়ে একটি অনুচ্ছেদ লিখ। [নিজে কর]

৩২. ভাব -সম্প্রসারণ লিখ “কীর্তিমানের মৃত্যু নেই।” [নিজে কর]

উত্তরমালা : ২৬.গ ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.খ।

General knowledge

Put a tick (v) beside the correct answer (1—10)

1.      Which of the Following places is famous for attractive hills and natural beauty ?

       a. Lalmia       b. Jaflong     

       c. lalpur d. None of these

2.     In which district was father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman born and laid in the grave?

       a. Gazipur      b. Joypurhat    

       c. Gopalgonj     d. Jhinaidah

3.     In which district is there a cadet college?

       a. Sunamgaij    b. Sherpur     

       c. Chandpur     d. Jhinaidah

4.     In which year was Dhaka Museum established?

       a. 1963   b. 1970 c. 1975 d. 1977

5.     Which is the most ancient civilization of Bengal?

       a. The Indus valley civilization 

       b. The civilization along the river Ajoy

       c. Pundranagar civilization 

       d. None of these

6.     Where is Darirampur, which is enmeshed with the memories of Nazrul , Situated?

       a. Tangail      b. Mymensingh          c. Comilla       d. Bogra

7.     Who was the had of the committee for writing the constitution of Bangladesh?

       a. Sheikh Mujihbur Rahman

       b. Dr. kamal Hossain    

       c. Tofael Ahmed  

       d. ziaur Rahman

8.     On what date was Birshreshtha Nur Mohammad Sheih martyred?

       a. 2 September, 1971 

       b. 4 September, 1971   

       c. 3 September, 1971 

       d. 5 September, 1971

 

       Answers sheet : 1. b 2.c 3.d 4.a 5.b 6.b. 7.b. 8.d.

       NB : For further information about cadet college admission preparation, call 01714359692 [Shahid cadet]

(To be continued)

সর্বশেষ খবর