বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

৩৬তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

শামসুল আলম

শিক্ষক, বিসিএস কনফিডেন্স

৩৬তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

[প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য ০.৫ নাম্বার করে কাটা হবে।]

১.   কে বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য করে তৈরি করেন?

     ক. মুকুন্দরাম চক্রবর্তী 

     খ. পঞ্চানন কর্মকার    গ. রামরাম বসু   

     ঘ. অদ্বৈত মল্লবর্মণ

২.   সুব-ই-বাংলা কথাটি কোন গ্রন্থে রয়েছে?

     ক. আইন-ই-আকবরি 

     খ. শূণ্য পুরান    গ. শ্রীকৃষ্ণ কীর্তন 

     ঘ. সেক শুভোদয়া

৩.   বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?

     ক. প্রাচীন যুগ খ. মধ্যযুগ

     গ. অন্ধকার যুগ     ঘ. আধুনিক যুগ

৪.   বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?

     ক. ২টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৪টি

৫.   সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

     ক. ধ্বনি তত্ত্ব  খ. রূপতত্ত্ব

     গ. শব্দ তত্ত্ব  ঘ. বাক্যতত্ত্ব

৬.   অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?

     ক. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান    

     খ. বাক্যের অর্থ বিচার

     গ. শব্দের অর্থ বিচার      ঘ. খ+গ.

৭.   বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে?

     ক. আড়াই হাজার      

     খ. সাড়ে চার হাজার

     গ. সাড়ে তিন হাজার 

     ঘ. সাড়ে তিন হাজারের ওপর

৮.   সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়?

     ক. ক্রিয়া ও সর্বনাম        খ. বিশেষ্য ও বিশেষণ

     গ. বিশেষ্য ও সর্বনাম    ঘ. ক্রিয়া ও অব্যয়

৯.   লৈখিক ভাষা কত প্রকার?

     ক. ৩ প্রকার       খ. ৪ প্রকার  

     গ. ২ প্রকার  ঘ. ৫ প্রকার

১০. ধ্বনির সাংকেতিক রূপকে কী বলা হয়?

     ক. স্বরবর্ণ         খ. বর্ণ   

     গ. ব্যঞ্জনবর্ণ   ঘ.  ক + খ.

১১.  ক থেকে ম পর্যন্ত ২৫ বর্ণকে কী বলা হয়?

     ক. স্পর্শ বর্ণ       খ. শিশ বর্ণ    

     গ. বর্গীয় বর্ণ  ঘ. কোনটি নয়

১২. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?

     ক. ৭টি     খ. ৫টি    গ. ৬টি       ঘ. ১১টি

১৩.  নিচের কোনটি তাড়নজাত ধ্বনি?

     ক. র, ড়   খ. ড়, ঢ়   গ. ঢ়, ট     ঘ. ঞ, ণ

উত্তরমালা : ১.খ ২.ক ৩.ঘ ৪.ঘ ৫.ক ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.গ ১০.খ ১১.ক ১২.ক ১৩.খ।

সর্বশেষ খবর