সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

সুধীর বরন মাঝি, প্রভাষক ড. মালিকা কলেজ, ঢাকা

পঞ্চম অধ্যায়

১.   আন্তর্জাতিক হকি ফেডারেশন গঠিত হয় কত সালে, কোথায়?

     ক. ১৯২৪ সালে প্যারিসে    

     খ. ১৯০৮ সালে লন্ডনে

     গ. ১৯১২ সালে বার্লিনে    

     ঘ. ১৯২০ সালে যুক্তরাষ্ট্রে।

২.   বিশ্ব হকি জাদুকর কে?

     ক. ডিরিও    খ. ধ্যান চাঁদ 

     গ. আক্তার হামিদ    ঘ. সুজন মালিক।

৩.   হকি খেলার নির্ধারিত সময় কত?

     ক. ৪০ মিনিট খ. ৫০ মিনিট

     গ. ৬০ মিনিট ঘ. ৭০ মিনিট।

৪.   সর্বকালের সেরা সাঁতারু বলা হয় কাকে?

     ক. ইয়ান থর্প খ. মার্ক লিজ 

     গ. মাইকেল ফেলপস্ ঘ. লুইক্যান।

৫.   সাঁতারের আন্তর্জাতিক সংস্থা FINA গঠিত হয়—

     ক. ১৯১১ সালে     খ. ১৯১০ সালে  

     গ. ১৯০৯ সালে     ঘ. ১৯০৮ সালে।

৬.   কোন অলিম্পিকে পুরুষদের সাঁতার অন্তর্ভুক্ত করা হয়?

     ক. ১৮৯৬ সালে এথেন্স অলিম্পিক 

     খ. ১৯০০ সালের প্যারিস অলিম্পিক

     গ. ১৯০৪ সালের লন্ডন  অলিম্পিক 

     ঘ. ১৯০৮ সালের স্টকহোম অলিম্পিক।

৭.   কত সালে বাংলাদেশ সুইমিং ফেডারেশন গঠিত হয়?

     ক. ১৯৭৪ সালে     খ. ১৯৭২ সালে 

     গ. ১৯৭৩ সালে     ঘ. ১৯৭৯ সালে। 

৮.   কোন অলিম্পিকে মহিলাদের সাঁতার অন্তর্ভুক্ত করা হয়?

     ক. ১৯০৪ সালের অলিম্পিক 

     খ. ১৯০৮ সালের অলিম্পিক

     গ. ১৯১২ সালের অলিম্পিক

     ঘ. ১৯১৬ সালের অলিম্পিক।

উত্তরমালা : ১.ক ২.গ ৩.খ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.ঘ ৮.খ

সর্বশেষ খবর