শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দশম শ্রেণির পড়াশোনা

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য : বহুনির্বাচনী প্রশ্ন

সুধীর বরণ মাঝি, সাবেক শিক্ষক

ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা

(পূর্ব প্রকাশের পর)

২১.  বয়ঃসন্ধিকালে তরুণদের সুষম খাদ্যের বেশি প্রয়োজন কারণ তারা—

     (ক) খেলাধুলা করে   (খ) বেশি সক্রিয় থাকে

      (গ) দ্রুত বড় হয়        (ঘ) প্রচুর পড়াশোনা করে

২২.  খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত থাকবে—

     (i) দেহ গঠন উপযোগী খাদ্য (ii) প্রতিরক্ষামূলক খাদ্য (ii) শক্তি ও তাপ উৎপাদন খাদ্য

     নিচের কোনটি সঠিক

     (ক)i ও ii (খ)i ও iii (গ)ii ও iii  (ঘ)i, ii ও iii

২৩.  বর্তমান সমাজের জন্য একটি বড় সমস্যা হচ্ছে—

     (ক) ধূমপান (খ) চুরি  (গ) ডাকাতি (ঘ) মাদকাসক্তি

২৪.  এইচআইভি কীভাবে সংক্রামিত হয়?

     (ক) বায়ু, পানি দ্বারা (খ) সর্দি, কাশি দ্বারা  (গ) খাদ্য, স্পর্শ দ্বারা (ঘ) রক্ত, বীর্য, বুকের দুধ দ্বারা

২৫.  এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি কার্যকর?

     (ক) সচেতনতা সৃষ্টি        (খ) শিক্ষার ব্যবস্থা করা                                                                                                                    (গ) এইডস আক্রান্তদের ঘৃণা করা      (ঘ) এইডস রোগীদের সঙ্গে মেলামেশা করা

২৬.  মেয়েদের কত বছর বয়সের আগে গর্ভধারণ করা যাবে না?

     (ক) ১৮ বছর (খ) ১৯ বছর  (গ) ২০ বছর (ঘ) ২১ বছর

২৭.  নবজাতক বলা হয় কত বয়স পর্যন্ত?

     (ক) ২৮ দিন (খ) ৩০ দিন  (গ) ৩ মাস (ঘ) ৬ মাস

২৮.  কোন হরমোনগুলোর কারণে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে?

     (ক) ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন   (খ) টেস্টোস্টেরন ও প্রজেস্টেরন                                               (গ) ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন       (ঘ) টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন     

২৯.  আধুনিক ফুটবল খেলার জন্ম কোথায়?

     (ক) চীন (খ) জাপান  (গ) ইংল্যান্ড (ঘ) ব্রাজিল

৩০.  আইসিসি কত সালে গঠিত হয়?

     (ক) ১৯০৪ সালে (খ) ১৯০৯ সালে  (গ) ১৯১৪ সালে (ঘ) ১৯১৯ সালে

৩১.  ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য কত?

     (ক) ১৮ গজ (খ) ২০ গজ  (গ) ২২ গজ (ঘ) ২৪ গজ

৩২.  সুইমিং পুলের গভীরতা কত?

     (ক) ১.৫ মিটার (খ) ১.৬ মিটার 

     (গ) ১.৭ মিটার (ঘ) ১.৮ মিটার

৩৩.  সবচেয়ে প্রাচীন খেলা কোনটি?

     (ক) ফুটবল (খ) ভলিবল (গ) নিক্ষেপ (ঘ) কাবাডি

৩৪.  কোন দৌড়ে লেন পরিবর্তন করা যাবে?

     (ক) ১০০ মিটার (খ) ২০০ মিটার (গ) ৪০০ মিটার (ঘ) ৮০০ মিটার

৩৫.  কীভাবে জীবনের গতিপথে সাময়িক বাধার সৃষ্টি হয়?

     (ক) অর্থের অভাবে (খ) সাঁতার না জানলে

     (গ) দুর্ঘটনায় পড়লে (ঘ) খাদ্যের অভাব হলে

 

উত্তরমালা : ২১. গ ২২. ঘ. ২৩. ঘ. ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. ক ২৮. গ ২৯. গ ৩০. খ ৩১. গ ৩২. ঘ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. গ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর