শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শিক্ষা সংবাদ

ইউএপি’র জাতীয় কলোজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ইউএপি’র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় ২ দিনব্যাপী জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি) ২০১৬ আয়োজন করেছে। গতকাল এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এম কায়কোবাদ। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপিসি’র প্রধান পৃষ্ঠপোষক এবং ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভাইস চ্যান্সেলর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। উল্লেখ্য, এনসিপিসির প্রথম যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালে। পরবর্তীতে প্রায় প্রতিবছর এ প্রতিযোগিতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে আসছে।

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের এমএ/এমএসএস/এমবিএস/ এমএসসি/এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার ফরম পূরণের সময় বিলম্ব ফিসহ আগামী ১৪ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) I (www.nubd.info/mf)  থেকে জানা যাবে। -  প্রেস বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর