রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য [বহুনির্বাচনী প্রশ্ন]

নবম-দশম শ্রেণির পড়াশোনা

সুধীর বরণ মাঝি, সাবেক শিক্ষক ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা

 

১.   কোনটির আক্রমণে এইডস রোগ হয়?

     ক. ছত্রাক    খ. ব্যাকটিরিয়া

     গ. ভাইরাস   ঘ. এন্টাবিমা।

২.   ক্যান্সার কী?

     ক. দেহকোষের অস্বাভাবিক বৃদ্ধি

     খ. ছত্রাকের আক্রমণ

     গ. দেহ কোষের ক্ষয়  ঘ. জীবাণুর আক্রমণ

৩.   শিক্ষার অবিচ্ছেদ্য অংশ কী?

     ক. মানসিক শিক্ষা    খ. শারীরিক শিক্ষা

     গ. কর্মমুখী শিক্ষা    ঘ. সামাজিক শিক্ষা।

৪.   নৈতিক চরিত্র গঠনের উপযুক্ত ক্ষেত্র কোনটি?

     ক. হাসপাতাল খ. বিদ্যালয়

     গ. পাঠাগার   ঘ. ক্লাব।

৫.   মানসিকভাবে অবসাদগ্রস্ত হলে—

     ক. প্রতিটি কাজ সুন্দরভাবে করা যায়

     খ. সিদ্ধান্ত নিতে ভুল হয়

     গ. কাজের প্রতি উৎসাহ বেড়ে যায় 

     ঘ. মনোযোগ বৃদ্ধি পায়।

৬.   শিক্ষা অর্জিত হয়—

     i. বিদ্যালয়ে     ii. গৃহে   iii. সমাজে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii  গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৭.   প্রথম কত সালে এইডস শনাক্ত হয়?

     ক. ১৯৮১ সালে     খ. ১৯৮২ সালে

     গ. ১৯৮৩ সালে     ঘ. ১৯৮৪ সালে।

৮.   বয়স সন্ধিকালে শারীরিক কী পরিবর্তন ঘটে?

     ক. স্বাধীনভাবে চলতে ইচ্ছে হয়

     খ. জানার কৌতূহল বাড়ে

     গ. উচ্চতা ও ওজন বাড়ে

     ঘ. পরস্পরের প্রতি আকর্ষণ বাড়ে।

৯.   কাবাডি খেলায় কতজন মাঠে খেলবে?

     ক. ৭ জন  খ. ৮ জন  গ. ৯ জন ঘ. ১০ জন

১০.  কোন অলিম্পিকে মহিলা হ্যান্ডবল অন্তর্ভুক্ত করা হয়?

     ক. ১৯০৮ সালের অ্যাথেন্সে

     খ. ১৯৩৬ সালের বার্লিন

     গ. ১৯৭২ সালের মিউনিখে

     ঘ. ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকে।

১১.  হ্যান্ডবল খেলার সময় কত?

     ক. ৪০ মিনিট খ. ৩০ মিনিট

     গ. ৫০ মিনিট ঘ. ৬০ মিনিট।

১২.  মাংসপেশিতে ল্যাকটিক এসিড সৃষ্টি হলে—

     ক. আসক্তি   খ. তৃপ্তি

     গ. আনন্দ    ঘ. কৌতূহল জাগে।

১৩.  মানুষের শারীরিক ও মানসিক  অবস্থার ওপর ক্ষতিকর  প্রভাব ফেলে কোনটি?

     ক. অনিরাপদ দৈহিক সম্পর্ক

     খ. হেরোইন   গ. মাদক   ঘ. এইডস

১৪.  শারীরিক ও মানসিক অবসাদ দূর করার উপায়—

     i. পুষ্টিকর খাদ্য গ্রহণ ii. পরিমিত বিশ্রাম ও ঘুম

     iii. ভ্রমণ

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii খ. ii গ. ii ও iii   ঘ. i, ii ও iii

১৫.  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে খেলাধুলার উন্নয়নে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়—

     ক. ২০০১ সালে     খ. ২০০২ সালে

     গ. ২০০৩ সালে     ঘ. ২০০৪ সালে।

১৬.  খেলাধুলা করলে—

     ক. শরীর ও মন সতেজ থাকে

     খ. হাত পা ব্যথা হয়

     গ. ঘুম আসে ঘ. সবকটি।

১৭. ফুটবল খেলা শুরু হয় কীভাবে?

     ক. রোটেশনের মাধ্যমে  

     খ. কিক অফ এর মাধ্যমে

     গ. রেইড এর মাধ্যমে   

     ঘ. পাসিংয়ের মাধ্যমে

১৮.  শারীরিক শিক্ষার লক্ষ্য কী?

     ক. শিশু বেঁচে থাকার জন্য সুস্থভাবে গড়ে তোলা

     খ. ভালো নম্বর পাওয়া

     গ. সাধারণ শিক্ষা সম্পর্কে ধারণা দেওয়া

     ঘ. শারীরিক শিক্ষার প্রতি আগ্রহ করা।

     নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :

     হাসিনা তার বাবার হাত ধরে মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, এমন সময় তারা দেখলেন তাদের কিছু দূরে একটি যাত্রিবাহী  বাস ও একটি মালবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হলো, এতে ট্রাকের ড্রাইভারসহ অনেকে আহত হলো।

১৯.  ওই সময় হাসিনার কী করা উচিত?

     ক. দ্রুত স্থান ত্যাগ করা        

     খ. গ্রামের সবার কাছে গিয়ে দুর্ঘটনার বর্ণনা দেওয়া

     গ. আহতদের প্রতিবিধান করা  

     ঘ. দ্রুত পুলিশকে খবর দেওয়া।

২০.  উল্লেখিত দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে যেসব উপকরণ লাগবে—

     i. সরিষার তেল, মাখন 

     ii. ব্যান্ডেজ, তুলা, স্যাভলন

     iii. প্যাড, ফ্লাটপ্যাড, রিংপ্যাড

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. i ও iii    গ.ii ও ii    ঘ. i, ii ও iii

২১. প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়—

     ক. ১৯৩২ সালে     খ. ১৯৩১ সালে

     গ. ১৯৩০ সালে     ঘ. ১৯৩৩ সালে।

২২.  ফুটবলের  ফ্রি কিক কত প্রকার?

     ক. ১ প্রকার খ. ২ প্রকার গ. ৩ প্রকার ঘ. ৪ প্রকার

২৩.  লোনা হলে কত পয়েন্ট?

     ক. ২ পয়েন্ট  খ. ৩ পয়েন্ট

     গ. ৪ পয়েন্ট  ঘ. ৫ পয়েন্ট                                                                                   

২৪. হ্যান্ডবল মাঠের দৈর্ঘ্য ও প্রসত্ম কত?                                                                                                                                    ক. ৩০দ্ধ৪০ খ. ৪০দ্ধ ২০ গ. ৩৫দ্ধ ২০ ঘ. ৪০দ্ধ ২৫মিটার

২৫. শ্যুটিং সার্কেলের ব্যাসার্ধ কত?

     ক. ১০ গজ খ. ১২ গজ  গ. ১৪ গজ ঘ. ১৬ গজ

 

উত্তরমালা : ১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ক ১০. খ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. গ  ২২. খ. ২৩. ক. ২৪. খ. ২৫. খ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর