সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

শামসুল আলম, শিক্ষক, বিসিএস কনফিডেন্স

প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য-৩৫

১.   বাঙলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্মৃত ইতিহাস রচনা করেন -

     ক. ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

     গ. ড. এনামুল হক   ঘ. কায়কোবাদ

২.   চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যেও দ্বিতীয় স্থানের অধিকারী কে?

     ক. হরপ্রসাদ শাস্ত্রী    খ. ভুসুক পা

     গ. জয়দেব   ঘ. কাহ্নপা

৩. পল্লিসাহিত্যের কোন বিষয় নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজ মনে করেন?

     ক. রূপকথা   খ. উপকথা

     গ. প্রবাদ    ঘ. লোকসংগীত

৪. ‘শূন্য পুরাণ’ কাব্য রচনা করেন?

     ক. লুই পা   খ. কাহ্নপা

     গ. দৌলত উজীর বাহরাম খান ঘ. রামাই পণ্ডিত

৫. ‘দশচক্রে ভগবান ভূত’ প্রবাদে ভগবান কে?

     ক. ঈশ্বর     খ. কৃষ্ণ

     গ. ভগবানের প্রেত

     ঘ. ভগবান নামের এক ভৃত্য

৬. কাজী নজরুল ইসলামের নামের সঙ্গে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?

     ক. কবিতা    খ. পত্রিকা

     গ. উপন্যাস   ঘ. ছোটগল্প

৭. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?

     ক. কবর     খ. চিঠি

     গ. রক্তাক্ত প্রান্তর    ঘ. মুখরা রমণী বশীকরণ

৮. ‘কাকন মনি’ নাটকটি কে লিখেছেন?

     ক. সিকান্দার আবু জাফর     খ. ড. নীলিমা ইব্রাহীম

     গ. আনিস চৌধুরী    ঘ. শওকত ওসমান

৯. কোনটি নজরুলের রচনা নয়?

     ক. দোলনচাঁপা খ. শেষ প্রশ্ন

     গ. কুহেলিকা  ঘ. অগ্নিবীণা

১০. ‘পূর্ব-পশ্চিম’ উপন্যাসের রচিয়তা হলেন-

     ক. হুমায়ূন আহমেদ   খ. সমরেশ মজুমদার

     গ. হুমায়ুন আজাদ    ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়

১০.‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?

     ক. কাব্য     খ. নাটক

     গ. উপন্যাস   ঘ. প্রবন্ধ

১১. ‘ছন্দের জাদুকর’ কাকে বলা হয়?

     ক. রবীন্দ্রনাথ ঠাকুর   খ. সত্যেন্দ্রনাথ দত্ত

     গ. বিহারীলাল মজুমদার     ঘ. সুকুমার রায়

১২. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়?

     ক. বিরহ বিলাপ     খ. একাত্তরের দিনগুলো

     গ. আমি বিরঙ্গনা বলছি ঘ. বকুলপুরের স্বাধীনতা

১৩. ‘কর্ণফুলী’ উপন্যাসের লেখক কে?

     ক. নবীন চন্দ্র

     খ. বিপ্রদাস বড়ুয়া

     গ. আলাউদ্দিন আল আজাদ    ঘ. সেলিনা হোসেন

১৪. ‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?

           ক. জহির রায়হান    খ. শওকত ওসমান

           গ. মুনীর চৌধুরী     ঘ. রশীদ করিম

১৫. ‘রাজবন্দীর জবানবন্দী’-

     ক. উপন্যাস   খ. বক্তৃতা সংকলন

     গ. নাটক    ঘ. প্রবন্ধ

১৬. ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে সংকলিত?

     ক. ক্ষণিকা    খ. বলাকা

     গ. কণিকা    ঘ. বীথিকা

১৭. ‘দুধ-ভাতে উত্পাত’ আখতারুজ্জামান ইলিয়াসের একটি-

     ক. কাব্য     খ. উপন্যাস

     গ. গল্পগ্রন্থ   ঘ. নাটক

১৮. ‘ভাষা আন্দোলন’ সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে? 

     ক. বশীর আল হেলাল  খ. ড. রফিকুল ইসলাম

     গ. বদরুদ্দীন উমর   ঘ. ড. আহমদ শরীফ

উত্তরমালা : ১.ক ২.খ ৩.গ. ৪.ঘ ৫.ক. ৬.খ ৭.ঘ ৮.ঘ ৯.খ ১০.খ ১১.ক ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.গ।

সর্বশেষ খবর