সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.   চীনের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কী?

     উত্তর: তিয়াংগং-১।

২.   পশ্চিমা বাহিনী নদী বলা হয় কোনটিকে?

     উত্তর :বিল ডাকাতিয়া 

৩.   বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের—

     উত্তর : ২০২র্৪-২৬৩র্৮

৪.   জাতীয় টিকাদান কর্মসূচি শুরু হয় কত সালে?

     উত্তর : ১৯৮৫ সালে

৫.   ইংরেজরা কোথায় তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে?

     উত্তর : পিপিলাই গ্রামে

৬.   সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?

     উত্তর : উমেশ চন্দ্র ব্যানার্জি।

৭.   বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি?

     উত্তর : গারো পাহাড় 

৮.   বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম কত সালে?

     উত্তর : ১৯৪৯ সালের ২৩ জুন

৯.  ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের        বর্তমান প্রেসিডেন্ট কে?

    উত্তর : সোনিয়া গান্ধী।

১০.  এএনসি কোন দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল?

    উত্তর : দক্ষিণ আফ্রিকা

১১. অস্ট্রেলিয়া এ পর্যন্ত কয় বার বিশ্বকাপ ক্রিকেট জিতেছে?

    উত্তর : ৫ বার।

১২.  কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না?

     উত্তর : ভ্যাকিউয়াম

১৩. সাধারণ বা ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনির জন্য শব্দ উৎস ও প্রতিফলকের দূরবর্তী দূরত্ব কত হতে হয়—

     উত্তর : ১৬.৬ মিটার।

১৪. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে?

     উত্তর : ১ মিনিট ২০ সেকেন্ড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর