মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
বাংলা প্রথমপত্র

জেএসসি পরীক্ষা প্রস্তুতি : বাংলা

ফারুক আহম্মদ, সহকারী শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

বিহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ‘মানবধর্ম’ গল্প থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেওয়া হলো :

১।   সিরাজ শাহ্র শিষ্যত্ব গ্রহণ করার ফলে লালন কী নামে পরিচিতি অর্জন করেন?

     ক. ফকির লালন     খ. লালন শাহ্                 গ. লালন    ঘ. সাধক লালন

২। ‘মানবধর্ম’ কবিতায় কবি মানুষের কী নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন?

     ক. জাত     খ. গান

     গ. ধর্ম      ঘ. সম্প্রদায়  

৩।   লালন শাহ্ কী ধরনের মরমী কবি?

     ক. ফকির    খ. সাধক

     গ. আধ্যাত্মভাব      ঘ. মানবতাবাদী    

৪।   লালন শাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?  

     ক. যশোর    খ. ঝিনাইদহ  গ. খুলনা    ঘ. ঢাকা

৫।   লালনের মৃত্যু হয় কোথায়?

     ক. যশোর    খ. ঝিনাইদহ

     গ. খুলনা    ঘ. কুষ্টিয়া

৬।   কী মিথ্যে গর্ব করা থেকে লালন বিরত থাকতে বলেছেন?     

     ক. জন্মের    খ. শিক্ষার   

     গ. জাতের   ঘ. অর্থের

৭। গঙ্গাজল শব্দটি ‘মানবধর্ম’ কবিতায় কী অর্থে ব্যবহার করা হয়েছে?

     ক. পবিত্র    খ. অপবিত্র   গ. গঙ্গার পানি      ঘ. জাত

৮।   লালন শাহ্ কতগুলো গান রচনা করেছেন?

     ক. শতাধিক   খ. হাজারাধিক

     গ. সহস্রাধিক  ঘ. লক্ষাধিক

৯। ‘মানবধর্ম’ কবিতায় প্রকাশ পেয়েছে-

     ক. প্রতৃতির বর্ণনা    খ. অসাম্প্রদায়িকতা              গ. মৃত্যু চেতনা ঘ. দেশপ্রেম

১০। যাওয়া কিংবা আসার বেলায় বলতে কী বোঝায়?

     i. জন্মের সময়     ii. মৃত্যুর সময়

     iii. বৃদ্ধের সময়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. i ও iii

     গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১১।  লালন জেতের ফিতা সাত বাজারে বিকিয়েছেন কেন?

     ক. অপ্রয়োজন বলে   খ. অবহেলিত বলে    গ. অহংকারী বলে ঘ. গুরুত্বহীন বলে

১২।  লালন কোন ধর্মীয় শাস্ত্রে জ্ঞান অর্জন করেন?

     ক. হিন্দু শাস্ত্রে খ. মুসলমান শাস্ত্রে    গ. হিন্দু ও মুসলমান শাস্ত্রে ঘ. বৌদ্ধ শাস্ত্রে

১৩। লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য হলো-

     i. আধ্যাত্মভাব   ii. মরমী রসব্যঞ্জনা 

     iii. দর্শন

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. i ও iii

     গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৪।  কেউ মালা কেউ তসবি গলায়— লাইনটি দ্বারা কী বোঝায়?

     ক. জাতের পার্থক্য    খ. ধর্মের পার্থক্য

     গ. জাতের বড়াই     ঘ. ধর্মের বড়াই

১৫। লালনের দৃষ্টিতে কোনটি বড়?

     ক. মনুষ্যধর্ম খ. জাত-পাত 

     গ. ধর্ম      ঘ. জন্ম-মৃত্যু

১৬। আসবার কালে কী জাত ছিলে, এসে তুমি কী জাত নিলে- চরণটির সাথে সাদৃশ্য আছে কোন লাইনের?

     ক. সব লোকে কয় লালন কী জাত সংসারে   

     খ. যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে               

     গ. জেতের ফিতা বিকিয়েছে সাত বাজারে     

     ঘ. মূলে এক জল, সে যে ভিন্ন নয়

১৭।  ‘মানবধর্ম’ কবিতায় কবি কী নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন?

     ক. মানববতা খ. জাত-পাত গ. মিথ্যে বলা ঘ. ধর্ম

১৮।  শুন মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই- উক্ত চরণের মর্মার্থ কী?

     ক. অসাম্প্রদায়িক চেতনা

     খ. ধর্মের বাড়াবাড়ি

     গ. জাতি ভেদাভেদ   ঘ. মানুষের পার্থক্য

১৯।  লালনের দর্শন কীসের মধ্যে প্রকাশ পেয়েছে?

           ক. ধর্মের    খ. জাতের

     গ. গানের               ঘ. সাহিত্যের

২০।  ‘মানবধর্ম’ কবিতায় কবি কাদের জয়গান গেয়েছেন?

     i. যারা জাত-পাত নিয়ে বাড়াবাড়ি করে না

     ii. যারা মানবতায় বিশ্বাসী

     iii. যারা মনুষ্যধর্মই মূল বলে মনে করে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. i ও iii

     গ. ii ও iii     ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১.খ ২.ক ৩.ঘ ৪.খ ৫.ঘ ৬.গ ৭.ক ৮.গ ৯.খ ১০.ক ১১.ঘ ১২.গ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.ক ১৯.গ ২০.ঘ

সর্বশেষ খবর