মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

১. ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর।’—এই পঙিক্তটি কার?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর  

খ. কাজী নজরুল ইসলাম

গ. শেখ ফজলুল করিম

ঘ. শামসুর রাহমান

২. ‘হত’-এর বিপরীত শব্দ কোনটি?

ক. মৃত  খ. আহত গ. জীবিত ঘ. হরণ

৩.‘না’ কোন জাতীয় শব্দ?

   ক. অব্যয়    খ. সর্বনাম

   গ. ক্রিয়া     ঘ. বিশেষণ

৪. ‘গণসাহিত্য’ শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়-

ক. সাধারণ মানুষ অর্থে   

খ. জনগণের রচিত সাহিত্য অর্থে

গ. বিশেষ মানুষ অর্থে   

ঘ. বিশেষ মানুষ দ্বারা রচিত সাহিত্য অর্থে

৫. ‘ধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে-

ক. ধি+অর  খ. ধী+অর

গ. ধার+অ   ঘ. ধা+র

৬. ‘তুমি অধম বলিয়া আমি উত্তম না হইব কেন?’ এটি কোন ধরনের বাক্য?

    ক. সরল    খ. জটিল বাক্য

   গ. যৌগিক বাক্য   ঘ. মিশ্র বাক্য

৭. ‘করেছে, করেছো, করেছেন’— একই শব্দের এ তিনটি রূপ কী কারণে ব্যবহৃত হয়?

  ক. লিঙ্গভেদ      খ. মর্যাদাভেদ

 গ. কারক বিভক্তি  ঘ. সমাস

৮. কোন শব্দটি ষত্ব বিধানের নিয়মের বাইরে-

           ক. বিষয়     খ. বর্ষ

           গ. ভাষা     ঘ. কষ্ট

৯. ‘মাথা-মুণ্ডু’- কোন ধরনের শব্দ?

           ক. ধন্যাত্মক শব্দ     খ. মিশ্রশব্দ

           গ. জটিল শব্দ ঘ. যুগ্মশব্দ

১০. দুটি পদের সংযোগ স্থলে কী বসে?

           ক. ড্যাশ   খ. হাইফেন

           গ. কোলন ঘ. কোলন ড্যাশ

১১. ‘যত্ন করলে রত্ন মিলে’— এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ?

     ক. অনুক্ত    খ. দ্বিকর্মক

     গ. সমাপিকা ঘ. অসমাপিকা

১২.‘নিশিদিন’ কোন সমাস?

     ক. দ্বন্দ্ব সমাস

     খ. বহুব্রীহি সমাস

     গ. দ্বিগু সমাস

     ঘ. অব্যয়ীভাব সমাস

১৩. ‘Forgery’ শব্দের বাংলা পরিভাষা-

     ক. জালিয়াতি

     খ. মিথ্যাচার

     গ. ভুলে যাওয়া     

     ঘ. শক্তি প্রয়োগ

 

উত্তরমালা : ১.ঘ ২. গ ৩.গ ৪.ক ৫.ক ৬.ক  ৭.ক ৮.খ ৯.গ ১০. খ ১১.ক ১২.খ ১৩.খ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর