মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

[পূর্ব প্রকাশের পর]

২২. ১৯৮১ সালে কী আবিষ্কৃত হয়?

     ক. পোলিও     খ. এইডস 

     গ. হুপিংকাশি    ঘ. হাম

২৩. টাই অর্থ কী?

     ক. সমতা    খ. পরিপূর্ণতা  

     গ. আংশিক   ঘ. উঁচু-নিচু

২৪.  ক্রিকেটে আউট কয় প্রকার?

     ক. ১০ প্রকার খ. ৯ প্রকার গ. ১১ প্রকার   ঘ. ৮ প্রকার।

২৫.  ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত?

     ক. ২১ গজ   খ. ২৩ গজ

     গ. ২৮ গজ    ঘ. ২২ গজ।

২৬.  হ্যান্ডবল মাঠের দৈর্ঘ্য-প্রস্তত কত?

     ক. ৪০–৩০ মিটার   

     খ. ৪০–২০ মিটার

     গ. ৫০–২৫ মিটার   

     ঘ. ৩০–২০ মিটার.

২৭.  হ্যান্ডবল খেলা শুরু হয় কীভাবে?

     ক. কি অফ দিয়ে      

     খ. জাম্প বল দিয়ে

     গ. থ্রো অফ এর মাধ্যমে 

     ঘ. পাসিং দিয়ে।

২৮.  ব্যাডমিন্টন খেলার দ্বৈত কোটের পরিমাপ কত?

     ক. ২০–৪৪ ফুট

     খ. ১৭–৪৪ ফুট

     গ. ২২–৪৪ ফুট

     ঘ. ১৭–৪০ ফুট।

২৯.  ভলিবল কোটের দৈর্ঘ্য-প্রস্থ কত?

     ক. ১৮–১০ মিটার খ. ১৮–৯ মিটার

     গ. ১৫–৬ মিটার ঘ. ১৫–১০ মিটার।

৩০.  বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?

     ক. কাবাডি খ. হা-ডু-ডু গ. দাবা ঘ. ফুটবল।

৩১.  লোনা হলে কত পয়েন্ট হয়?

     ক. ১ পয়েন্ট   খ. ২ পয়েন্ট

     গ. ৩ পয়েন্ট   ঘ. ৪ পয়েন্ট

৩২.  প্রজাপতি সাঁতারে সমাপ্তি রেখা স্পর্শ করতে হয়—

     ক. এক হাত দিয়ে   

     খ. দুই হাত দিয়ে

     গ. মাথা দিয়ে 

     ঘ. পা দিয়ে

৩৩.  লিগামেন্ট কীসের সঙ্গে সম্পৃক্ত থাকে?

     ক. জয়েন্টের  খ. রক্তের

     গ. মস্তিষ্কের   ঘ. পাকস্থলির

৩৪.  প্রাথমিক প্রতিবিধানের উদ্দেশ্য নয় কোনটি?

     ক. ডাক্তারের নিকট প্রেরণ করা

     খ. সেবা প্রদান

     গ. রোগের ধরন নির্বাচন

     ঘ. অভিজ্ঞ ডাক্তারের ভূমিকা পালন করা

৩৫.  বিশ্বকাপ ফুটবলে প্রথম চ্যাম্পিয়ন কোন দেশ?

     ক. ব্রাজিল  খ. ইতালি 

     গ. উরুগুয়ে  ঘ. বাংলাদেশ।

উত্তর :

২২. খ ২৩. ক ২৪. ক ২৫. ঘ ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. ক ৩১. খ ৩২. খ ৩৩. ক ৩৪. ঘ ৩৫.গ।

সর্বশেষ খবর