মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জেনে নিন

১.   ইবনে বতুতা যখন বাংলা পরিদর্শনে আসেন তখন বাংলার শাসক কে ছিলেন?

     উত্তর : ফখরুদ্দিন মোবারক শাহ।

২.   সোনারগাঁ এর প্রাচীন নাম কী?

     উত্তর : সুবর্ণপুর গ্রাম।

৩. কোন সালে স্বাধীন সুলতানী যুগের অবসান হয়?

     উত্তর : ১৫৩৫ সালে।

৪.   নেহেরু রিপোর্ট পেশ করা হয় কত সালে?

     উত্তর : ১৯২৮ সালে।

৫.   সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল?

     উত্তর : ৮ জন।

৬.   কত সালে ভারত শাসন প্রবর্তন করা হয়?

     উত্তর : ১৯৩৫ সালে।

৭. কে অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন?

     উত্তর : মহাত্মা গান্ধী।

৮.   দ্বিজাতি তত্ত্বের জনক কে?

     উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ।

৯.   লালবাগ দুর্গ নির্মাণ কাজ শুরু করেন কে?

     উত্তর : শাহজাদা আযম।

১০.  সোমপুর বিহার কোথায় অবস্থিত?

     উত্তর : রাজশাহীতে।

১১. কয়টি অঞ্চল নিয়ে চীনের চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল?

     উত্তর : ৩টি।

১২.  গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি কোথায় অবস্থিত?

     উত্তর : মোগড়া পাড়া গ্রামে।

১৩.  গাজী কালুর মাজার কোথায় অবস্থিত?

     উত্তর : বগুড়ার কাহালুতে।

১৪.  এগার সিন্ধুর দুর্গ কোথায় অবস্থিত?

     উত্তর : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।

১৫.  এগার সিন্ধুর কার দুর্গ ছিল?

     উত্তর : ঈশা খাঁর।

১৬.  আতিয়া জামে মসজিদ কোথায় অবস্থিত?

     উত্তর : টাঙ্গাইলে।

১৭.  ছোট সোনা মসজিদ কে প্রতিষ্ঠা করেন?

     উত্তর : সুলতান হোসেন শাহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর