সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র

ফারুক আহম্মদ, সহকারী শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

নবম-দশম শ্রেণির পড়াশোনা

দ্বিতীয় অধ্যায় : প্রথম পরিচ্ছেদ : ধ্বনিতত্ত্ব

বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

১.   বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে কত ভাগে ভাগ করা যায়? 

     ক. দুই খ. তিন     গ. চার ঘ. পাঁচ

২.   যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখের ভিতর কোথাও না কোথাও বাধা পায় না, তাকে কী বলে?     

     ক. স্বরধ্বনি   খ. ব্যঞ্জনধ্বনি  গ. ধ্বনি     ঘ. মূলধ্বনি

৩.   যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখের ভিতর কোথাও না কোথাও বাধা পায়, তাকে কী বলে?

     ক. স্বরধ্বনি   খ. ব্যঞ্জধ্বনি   গ. ধ্বনি       ঘ. মূলধ্বনি

৪.   ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?

     ক. ধ্বনি     খ. শব্দ গ. বাক্য     ঘ. বর্ণ

৫.   উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জনবর্ণে কোন স্বরবর্ণটি যোগ করে উচ্চারিত হয়?

     ক. অ খ. আ গ. ই ঘ. ঈ

৬.   স্বরধ্বনি সংযুক্ত না হলে ব্যঞ্জনবর্ণের  নিচে কোন চিহ্ন বসাতে হয়?   

     ক. চন্দ্রবিন্দু   খ. প্রকৃতি    গ. হস ঘ. ধাতু

৭.   বাংলা বর্ণমালা মোট কতটি?

     ক. এগারটি   খ. পঁচিশটি   গ. ঊনচল্লিশটি ঘ. পঞ্চাশটি

৮.   স্বরবর্ণ মোট কতটি?

     ক. এগারটি   খ. পঁচিশটি   গ. ঊনচল্লিশটি ঘ. পঞ্চাশটি

৯.   ব্যঞ্জনবর্ণ মোট কতটি?  

       ক. এগারটি খ. পঁচিশটি   গ. ঊনচল্লিশটি ঘ. পঞ্চাশটি

১০.  বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?

     ক. পাঁচটি    খ.সাতটি     গ. আটটি    ঘ. এগারটি

১১.  বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি?

     ক. পাঁচটি    খ. সাতটি    গ. আটটি    ঘ. দশটি

১২.  বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কতটি?

     ক. ২০টি     খ. ২১টি     গ. ২২টি     ঘ. ৩২টি

১৩.  বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী?

     ক. ঐ,ঔ     খ. এ,ও     গ. এ,ঐ     ঘ. ও,ঔ

১৪.  স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

     ক. কার     খ. ফলা     গ. কৃদন্ত     ঘ. প্রকৃতি

১৫.  কার মোট কতটি?

     ক. দুইটি     খ. সাতটি           গ. আটটি   ঘ. দশটি

১৬.  কোন স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই?

     ক. অ       খ. আ     গ. ই      ঘ. ঈ

১৭.  বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি? 

     ক. দুইটি     খ. সাতটি   

     গ. আটটি    ঘ. দশটি

১৮.  বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি?

     ক. ৭টি      খ. ১১টি   

     গ. ২৫টি    ঘ. ৩২টি

১৯.  ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

     ক. কার     খ. ফলা   

     গ. কৃদন্ত    ঘ. প্রকৃতি

২০.  ফলা মোট কতটি? 

     ক. ২টি      খ. ৫টি  

     গ. ৬টি       ঘ. ১২টি

২১.  ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কী বলে?  

     ক. স্বরধ্বনি   খ. স্পর্শধ্বনি        গ. ব্যঞ্জধ্বনি   ঘ. শিশধ্বনি

২২.  স্পর্শধ্বনি মোট কতটি? 

     ক. এগারটি   খ. পঁচিশটি   গ. ঊনচল্লিশটি ঘ. পঞ্চাশটি

২৩.  উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জনধ্বনি কত প্রকার?

     ক. দুই      খ. তিন  

     গ. চার      ঘ. পাঁচ

২৪.  কোনটি কণ্ঠ্য বা জিহ্বামূলীয় ধ্বনি?

     ক. ক    খ. চ   গ. ট     ঘ. প

২৫.  কোনটি তালব্য ধ্বনি?

     ক. ক       খ. গ   

     গ. জ            ঘ. দ

২৬.  ‘ঠ’ কোন ধ্বনি উদাহরণ?   

     ক. কণ্ঠ্য     খ. তালব্য    গ. মূর্ধন্য    ঘ. দন্ত্য

২৭.  কোনগুলো দন্ত্য ধ্বনি?

     ক. ক,খ,গ     খ. চ,জ,ঝ    গ. ট,ড়,ঢ়    ঘ. ত,ল,স।

 

     উত্তরমালা : ১.ক ২.ক ৩.খ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.ঘ ৮.ক ৯.গ ১০.গ ১১.ঘ ১২.ঘ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.খ ১৮. গ ১৯.খ ২০.গ ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. ঘ ২৮. ঘ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর