সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

শিক্ষা ডেস্ক

১.   বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন কে?

     ক. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

     গ. ড. এনামুল হক        ঘ. কায়কোবাদ

২.  চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে?

     ক. হরপ্রসাদ শাস্ত্রী  খ. ভুসুকপা    

     গ. জয়দেব          ঘ. কাহ্নপা

৩.   পল্লী সাহিত্যের কোন বিষয় নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে প্রতি সমাজ মনে করেন?

     ক. রূপকথা   খ. উপকথা 

     গ. প্রবাদ    ঘ. লোকসংগীত

৪.   ‘শূন্য পুরাণ’ কাব্য রচনা করেন?

     ক. লুইপা    খ. কাহ্নপা

     গ. দৌলৎ উজীর বাহরাম খান ঘ. রামাই প্রতি

৫.   “দশচক্রে ভগবান ভূত” প্রবাদে ভগবান কে?

     ক. ঈশ্বর     খ. কৃষ্ণ

     গ. ভগবানের প্রেত         ঘ. ভগবান নামের এক ভৃত্য

৬.   কাজী নজরুল ইসলামের নামের সঙ্গে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?

     ক. কবিতা    খ. পত্রিকা

     গ. উপন্যাস   ঘ. ছোট গল্প

৭.   মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?

     ক. কবর     খ. চিঠি

     গ. রক্তাক্ত প্রান্তর          ঘ. মুখরা রমণী বশীকরণ।

সর্বশেষ খবর