রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

জেএসসি পরীক্ষার পড়াশোনা : বাংলা প্রথমপত্র

ফারুক আহম্মদ, সহকারী শিক্ষক আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

                    —শেখ মুজিবুর রহমান

 

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধ থেকে কিছু বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর: 

১.   শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে?

     ক. ১৯১০         খ. ১৯২০        গ. ১৮৩০   ঘ. ১৮৩২

২.   হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কে?

     ক. শেখ মুজিবুর রহমান     খ. রবীন্দ্রনাথ ঠাকুর 

     গ. কাজী নজরুল ইসলাম    ঘ. ভুপেন হাজারিকা

৩.   ৬ দফা আন্দেলনের মুখ্য প্রবক্তা কে?

     ক. এ কে ফজলুল হক খ. মওলানা ভাসানি  

     গ. জিয়াউর রহমান   ঘ. শেখ মুজিবুর রহমান

৪.   পাকিস্তানের কারাগার থেকে কবে শেখ মুজিব মুক্ত হয়ে দেশে ফেরেন? 

     ক. ১৯৭১ সালের ২৬ মার্চ   খ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

     গ. ১৯৭২ সালের ১০ জানুয়ারি ঘ. ১৯৭২ সালের ১২ মার্চ

৫.   বাংলাদেশের সংবিধান রচিত হয় কত সালে?

     ক. ১৯৬৬         খ. ১৯৭১    গ. ১৯৭২            ঘ.  ১৯৭৪

৬.   জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম কে বাংলায় ভাষণ দেন?  

     ক. এ কে ফজলুল হক খ. মওলানা ভাসানি  

     গ. জিয়াউর রহমান   ঘ. শেখ মুজিবুর রহমান

৭.   শেখ মুজিবুর রহমান কত সালে সপরিবারে নিহত হয়?

     ক. ১৯৭২          খ. ১৯৭৫       গ. ১৯৭৮          ঘ.  ১৯৮০

৮.   শেখ মুজিবর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন?  

     ক. ১৯৪৮     খ. ১৯৫২      গ. ১৯৬৯    ঘ.  ১৯৭১

৯.   রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান কত মিনিটের ভাষণ দেন?

     ক. ১৮          খ. ২০      গ. ২২            ঘ. ২৫

১০.  পাকিস্তানে কত সাল থেকে সামরিক শাসন জারি করা হয়?

     ক. ১৯৪৮     খ. ১৯৫৮       গ. ১৯৬৯          ঘ.  ১৯৭১

১১.  আরটিসি কী?

     ক. জাতীয় সংসদ    খ. রাউন্ড টেবিল কনফারেন্স       

     গ. সংবিধান   ঘ. সেনাছাউনি

১২.  রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?

     ক. সোহরাওয়ার্দী উদ্যান     খ. চন্দ্রিমা উদ্যান       

     গ.  রমনা পার্ক     ঘ. শিশু পার্ক

১৩.  ৭ মার্চের ভাষণে কত লাখ লোকের সমাগম হয়েছিল?

     ক. ৫ লাখ      খ. ৭ লাখ          গ. ১০ লাখ   ঘ.  ১২ লাখ

১৪.  ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের ফলে কোন সামরিক সরকারের পতন হয়?

     ক. ইয়াহিয়া খানের   খ. জুলফিকার আলীর       

     গ. আইয়ুব খানের    ঘ.  মুহম্মদ আলী জিন্নাহর

১৫.  প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কত তারিখে ডেকেছিল?

     ক. ৩ মার্চ       খ. ৪ মার্চ        গ. ৭ মার্চ        ঘ. ১০ মার্চ

১৬.  বঙ্গবন্ধুর ভাষণটি আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের কোন ভাষণের সঙ্গে তুলনা করেন?

     ক. ট্রায়াল স্পিচ     খ. সিভিল রাইটস স্পিচ        

     গ. প্রেসিডেন্সিয়াল ওথ স্পিচ   ঘ. গেটিসবার্গ ভাষণ

১৭.  ব্যারাক অর্থ কী?

     ক. সামরিক আইন    খ. সেনার আবাস          

     গ. সেনাছাউনি ঘ. যাত্রিছাউনি

 

উত্তরমালা: ১.খ ২.ক ৩.ঘ ৪.গ ৫.গ ৬.ঘ ৭.খ ৮.গ ৯.ক ১০.খ ১১.গ ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.ক ১৬.ঘ ১৭.গ।

সর্বশেষ খবর