বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতি

সাধারণ জ্ঞান

মো. রাইসুল ইসলাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিষয়াবলি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতি

[পূর্ব প্রকাশের পর]

 

৩৯.  খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে?

     ক. সিলেট    খ. বান্দরবান

     গ. দিনাজপুর  ঘ. শেরপুর

৪০.  আনন্দবিহার কোথায় অবস্থিত?

     ক. পাহাড়পুর  খ. ময়নামতি

     গ. মহাস্থানগড় ঘ. সোনারগাঁও

৪১.  নদী ছাড়া ‘মহানন্দা’ কি?

     ক. তরমুজ   . আম    গ. লিচু    ঘ. সরিষা

৪২.  পার্বত্য চট্টগ্রামে পাহাড় শ্রেণির উত্পত্তি হয়েছে—

     ক. প্লাইস্টোসিন যুগে  খ. প্রাচীন প্রস্তর যুগে

     গ. টারশিয়ারী যুগে   ঘ. লৌহ যুগে

৪৩.  ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়—

     ক. ১৬০০ সালে     খ. ১৬০৯ সালে

     গ. ১৭০৯ সালে     ঘ. ১৭৫৭ সালে

৪৪.  ‘চর তুফানিয়া’ দ্বীপ কোথায় অবস্থিত?

     ক. ভোলা   খ. বরগুনা  গ. পটুয়াখালী   ঘ. বরিশাল

৪৫.  মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস  ‘১৯৭১’-এর ঔপন্যাসিক কে?

     ক. হুমায়ূন আহমেদ   খ. জহির রায়হান

     গ. আনিসুল হক     ঘ. হুমায়ুন আজাদ

৪৬.  সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন?

     ক. ব্রাহ্মণবাড়িয়া     খ. মুর্শিদাবাদ

     গ. বরিশাল   ঘ. কলকাতা

৪৭.  ভারত-বাংলাদেশ সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়—

     ক. ১৯৭১ সালে     খ. ১৯৭২ সালে

     গ. ১৯৭৩ সালে     ঘ. ১৯৭৪ সালে

৪৮.  বঙ্গ প্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন কে?

     ক. লর্ড হার্ডিঞ্জ খ. লর্ড কার্জন

     গ. লর্ড ক্যানিং      ঘ. লর্ড বেন্টিং

৪৯.  কর্ণফুলী নদীর উত্পত্তিস্থল হলো—

     ক. আসামের লুসাই পাহাড়         খ. আরাকান পর্বতে

     গ. পার্বত্য চট্টগ্রামের বরকল পাহাড়ে   ঘ. আসামের নাগা মনিপুর পাহাড়ে

৫০.  বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন কে করেন?

     ক. সম্রাট আকবর     খ. ইসলাম খান

     গ. শায়েস্তা খান     ঘ. ঈসা খাঁ

৫১.  রাষ্ট্রপতি কোন ধারার বিধানমতে কারও সঙ্গে পরামর্শ ছাড়াই  প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন?

     ক. ৪৪(২) ধারা    খ. ৭(১) ধারা

     গ. ৪৮(৩) ধারা    ঘ. ৪৩(৪) ধারা

৫২.  বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়ে থাকে কবে?

     ক. ২ আগস্ট খ. ৫ আগস্ট

     গ. ৭ আগস্ট  ঘ. ৯ আগস্ট

৫৩.  আগরতলা মামলা প্রত্যাহার করা হয়—

     ক. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯     খ. ২০ মার্চ ১৯৬৮

     গ. ১৮ ফেব্রুয়ারি ১৯৬৬     ঘ. ১৪ মার্চ ১৯৬১

৫৪.  জাতীয় কর দিবস পালিত হয়—

     ক. ১৩ মে   খ. ২৫ জুন   গ. ১৭ জুলাই  ঘ. ১৫ সেপ্টেম্বর

৫৫.  কর্ণফুলী নদীর উপর সেতুর নাম কি?

     ক. কর্ণফুলী সেতু     খ. শাহ আমানত সেতু

     গ. বঙ্গবন্ধু সেতু     ঘ. চট্টগ্রাম সেতু

৫৬.  ‘ভোজ বিহার’ অবস্থিত—

     ক. কুমিল্লায়   খ. সোনারগাঁও-এ

     গ. বগুড়ায়   ঘ. দিনাজপুরে

৫৭.  ভারতের ছিটমহল ছিল না কোন জেলায়?

     ক. লালমনিরহাটে     খ. রংপুরে

     গ. কুড়িগ্রামে ঘ. নীলফামারীতে

৫৮.  বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?

     ক. বরিশাল হিতৈষী   খ. সমাচার দর্পণ

     গ. রংপুর বার্তাবহ    ঘ. ঢাকা প্রকাশ

৫৯.  বাংলাদেশের কোন বিজ্ঞানী  কলিঙ্গ পুরস্কার লাভ করেন?

     ক. স্যার জগদীশ চন্দ্র বসু         খ. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীন

     গ. ড. কুদরত-ই-খুদা           ঘ. ড. জামিলুর রেজা চৌধুরী

৬০.  বাংলাদেশে কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়?

     ক. কক্সবাজার সমুদ্রসৈকত    খ. ভোলা

     গ. সিলেট পাহাড়ি অঞ্চল     ঘ. মহেশখালী

৬১.  কোনটি সক্রিয় স্থানীয় স্বায়ত্তশাসিত  প্রতিষ্ঠান?

     ক. জেলা পরিষদ     খ. উপজেলা পরিষদ

     গ. ইউনিয়ন পরিষদ   ঘ. গ্রাম পরিষদ

৬২.  বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপন করা হয়—

     ক. দর্শনা-কুষ্টিয়া     খ. ঢাকা-সিলেট

     গ. দর্শনা-গোয়ালন্দ   ঘ. কুষ্টিয়া-গোয়ালন্দ

৬৩.  বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দান করেন?

     ক. স্পিকার   খ. আইনমন্ত্রী

     গ. প্রেসিডেন্ট ঘ. সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

৬৪.  বাংলাদেশে কোন ভূমিরূপটি পাওয়া যায় না?

     ক. মালভূমি   খ. প্লাবন সমভূমি

     গ. পাহাড়    ঘ. ব-দ্বীপ

৬৫.  বাংলাদেশের সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?

     ক. আসাম   খ. মেঘালয়   গ. নাগাল্যান্ড    ঘ. মনিপুর

৬৬.  বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিষ্কৃত প্রথম গ্যাসক্ষেত্রের নাম কি?

     ক. জাফোর্ড পয়েন্ট   খ. হাতিয়া প্রণালী

     গ. সাঙ্গু ভ্যালি      ঘ. হিরন পয়েন্ট

৬৭.  বাংলাদেশের সংবাদ সংস্থা—

     ক. এপি     খ. ইউএনবি

     গ. রয়টার্স    ঘ. এএফপি

৬৮.  রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম কি?

     ক. তিস্তা    খ. বাসালী     গ. ধরলা     ঘ. গড়াই

৬৯.  বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া গেছে?

     ক. হাতিয়া    খ. মহেশখালী

     গ. কুতুবদিয়া ঘ. টেকনাফ

৭০.  ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি?

     ক. আরেক ফাল্গুন    খ. ভাষা আমার মা

     গ. কালিন্দী   ঘ. প্রভাতের ডাক

৭১.  ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে?

     ক. ১৭৭০ সালে     খ. ১৮৭২ সালে

     গ. ১৮১০ সালে     ঘ. ১৯০৯ সালে

৭২.  অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি?

     ক. নিঝুম দ্বীপ খ. সেন্টমার্টিন

     গ. সুন্দরবন   ঘ. মহেশখালী

৭৩.  সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে ?

     ক. ১১০   খ. ১১৪    গ. ১১৮    ঘ. ১২২

৭৪.  কয়লার মূল উপাদান কোনটি?

     ক. গ্রাফাইট   খ. কার্বন

     গ. জিংক    ঘ. কার্বন-মনোক্সাইড

৭৫.  সবচেয়ে কম বসতি কোন জেলায়?

     ক. রাঙ্গামাটি  খ. খাগড়াছড়ি

     গ. বান্দরবান  ঘ. কক্সবাজার

৭৬.  বাংলাদেশকে কোন অ-আরব মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়?

     ক. ইরান     খ. ইন্দোনেশিয়া

     গ. মালয়েশিয়া      ঘ. ঘানা

৭৭.  তিস্তা নদী কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে?

     ক. পদ্মা     খ. মেঘনা

     গ. যমুনা    ঘ. বুড়িগঙ্গা

৭৮.  জেলা ব্যতীত মাগুরা গ্রাম কোন জেলায় অবস্থিত?

     ক. দিনাজপুর খ. নেত্রকোনা

     গ. যশোর    ঘ. কুমিল্লা

৭৯.  বাংলাদেশে মোট মন্ত্রণালয় (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ) কয়টি?

     ক. ৪০টি     খ. ৪১টি

     গ. ৪২ুটি    ঘ. ৪৩টি

৮০.  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?

     ক. অধ্যাপক ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিকী খ. অধ্যাপক ড. শামসুর রহমান

     গ. অধ্যাপক আবদুল মান্নান   ঘ. অধ্যাপক ড. ফায়েজ আহমেদ।

 

উত্তরমালা : ৩৯,ক ৪০.খ ৪১.খ ৪২.গ ৪৩.ক ৪৪.গ ৪৫.ক ৪৬.ক ৪৭.খ ৪৮.খ ৪৯.ক ৫০.ঘ ৫১.গ ৫২.ঘ ৫৩.ক ৫৪.ঘ ৫৫.খ ৫৬.ক ৫৭.খ ৫৮.গ ৫৯.খ ৬০.ক ৬১.গ ৬২.গ ৬৩.গ ৬৪.ক ৬৫.খ ৬৬.গ ৬৭.খ ৬৮.ক ৬৯.গ ৭০. ক ৭১.খ ৭২.গ ৭৩.গ ৭৪.খ ৭৫.গ  ৭৬.খ ৭৭.গ ৭৮.গ ৭৯.গ ৮০.গ।

সর্বশেষ খবর