শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি

শেখ শামীম আহমেদ, পরিচালক শহীদ ক্যাডেট একাডেমী, উত্তরা, ঢাকা

সাধারণ জ্ঞান

 

১. বিশ্বের প্রাচীন সভ্যতাসমূহ কোথায় গড়ে উঠেছে?

২. বিবিয়ানা গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?

৩. বাংলাদেশের সর্্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি এবং কোথায় অবস্থিত?

৪. বাংলাদেশের গড় বৃষ্টিপাতের হার কত?

৫. বাংলাদেশের মাথাপিছু আয় কত?

৬. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

৭. স্বাধীনতার পর সর্বশেষ প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজ কোনটি?

৮. তামাবিল স্থলবন্দর কোথায় অবস্থিত?

৯. রায় সাগরদিঘি কোথায় অবস্থিত?

১০. SAARC এর পূর্ণরূপ লেখ?

১১. প্রকৃতির মূল উপদান কয়টি?

১২. এভারেস্টের উচ্চতা কত?

১৩. ইন্টারনেট কত সালে শুরু হয়?

১৪. CPU এর পূর্ণরূপ কী লেখ?

১৫. মানবদেহের মেরুদণ্ডে কয়টি হাড় আছে?

১৬. কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়?

১৭. আদিম কালে কৃষি কাজের সূচনা কারা করে?

১৮. CMH এর পূর্ণরূপ কি?

১৯. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?

২০. ‘তিনকন্যা’ চিত্রকর্মটি কার?

২১. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

২২. কোষ আবিষ্কার করেন কে?

২৩. সার্ক কত সালে গঠিত হয়?

২৪. ১ কেজি তুলা ও ১ কেজি তামার মধ্যে কোনটি ভারী?

২৫. অক্সিজেন কে আবিষ্কার করেন?

২৬. মিয়ানমারের রাজধানী ও মুদ্রার নাম কি?

২৭. রূপসী বাংলা বলা হয়েছে কাকে?

২৮. ৮১, ২৭,  , ৩, ১ লুপ্ত সংখ্যাটি কত?

২৯. কতটি মাসে ৩০ দিন, কয়টি মাস ৩১ দিন থাকে, কয় মাসে ২৮ দিন থাকে?

৩০. অলিম্পিক গেমসকে কি বলা হয় এবং এই বিশ্ব অলিম্পিক দিবস কবে?

৩১. IOC- এর পূর্ণরূপ লেখ।

৩২. আগামী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে এবং কোথায়?

৩৩. নোবেল পুরস্কারের প্রবর্তক কে?

৩৪. নোবেল জয়ী প্রথম নারী কে?

৩৫. CIA-এর পূর্ণরূপ লেখ। ৩৬. ময়নামতির পূর্ব নাম কী?

৩৭. জাতীয় সংসদের প্রতীক কী?

৩৮. সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়?

     ক. ১৫    খ. ৩০   গ. ৬০    ঘ. ৯০

English

 

1.         Who was the head of the committee for writing the Constitution of Bangladesh?

            a. Sheikh Mujibur Rahman

            b. Dr. kamal Hossain  

c. Tofael Ahmed  

            d. Ziaur Rahman

2. On which date was Birshreshtha Nur Mohammad martyred?

            a. 2 September, 1971  

            b. 4 September, 1971  

            c. 3 September, 1971  

            d. 5 September, 1971

3. Which regional co-operative organization consists of the countries of South Asia?

            a. NATO          b. The commonwealth

            c. SAARC        d. ASEN

4. Which should be used to clean CRI monitor for the first time.

            a. Soft cotton cloth     

            b. Wet cotton cloth    

            c. Thick cotton cloth   

            d. glass cleaner

বি.দ্র : আরও জানতে ফোন ০১৭১৪৩৫৯৬৯২। প্রতিষ্ঠানটিতে বাংলা  ও ইংরেজি ভার্সনে ভর্তি চলছে। সাধারণত জানুয়ারিতে ক্যাডেট ভর্তি পরীক্ষা হয়।

সর্বশেষ খবর