রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি

শেখ শামীম আহমেদ, পরিচালক শহীদ ক্যাডেট একাডেমী, উত্তরা, ঢাকা

বাংলা-২০

১. তোলপাড় গল্পে সাবুর গ্রামের নাম কি?

     উত্তর : গাবতলী

২. মুক্তিযুদ্ধ বাঙালিকে করেছে—

     ক. রিক্ত     খ. নৃশংস    গ. অসহায়     ঘ. অনুপ্রাণিত

৩. কোন কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়েছে?

     উত্তর : কাজী নজরুল ইসলাম

৪. ঝিঙে ফুল কখন ফোটে?

     উত্তর : পৌষ মাসে

৫. জানালা খুলে বাইরে কে এল?

     ক. ঘুঘু    খ. টিয়ে    গ. মোরগ    ঘ. শালিক। 

     উত্তর : গ

৬. সভা কবিতার রসিক পাখি কে?   উত্তর : চড়ুই

     এক কথায় প্রকাশ কর :

৭. যে শোনামাত্র মনে রাখতে পারে— শ্রুতিধর

৮. শিক্ষাগ্রহণ করছে যে— শিক্ষার্থী/শিক্ষানবিস

৯. যা অধ্যয়ন করা হয়েছে— অধীত

বাগধারা :

১০. পালের গোদা— সর্দার/দলনেতা

১১. বাঘের দুধ— দুষ্প্রাপ্য বস্তু ।

১২. ব্যাঙের সর্দি— অসম্ভব।

প্রত্যেকটির ২টি করে সমার্থক শব্দ লিখ

১৩. দোকান— আপন, বিপণী, পণ্যালয়

১৪. দর্পন— আয়না, আরশি, মুকুর

১৫. জলধি— সমুদ্র, সাগর, সিন্ধু।

১৬. অনুচ্ছেদ লিখ : বই পড়া

সাধারণ জ্ঞান-২০

১.   ASEAN এর পূর্ণ রূপ লেখ?

     উত্তর : Association of South East Asian Nations

২. BAF এর পূর্ণ রূপ লেখ? উত্তর : Bangladesh Air Force

৩.   বলের একক কি?    উত্তর : নিউটন

৪. কোষের প্রধান অংশ কোনটি? 

     উত্তর : নিউক্লিয়াস

৫. বাংলাদেশের প্রথম আইনমন্ত্রীর নাম কি?

     উত্তর : ড. কামাল হোসেন

সর্বশেষ খবর