রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতি

মো. রাইসুল ইসলাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ বিষয়াবলি

 

৮১।  বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?

     ক. চট্টগ্রাম   খ. সৈয়দপুর  গ. পাকশি   ঘ. আখাউড়া

৮২। বাংলাদেশের জাতীয় পতাকার পরিমাপ কোনটি?

     ক. ১০ঃ৬   খ. ১০ঃ৮       গ. ১০ঃ৪    ঘ. ৮ঃ৪

৮৩। স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করা হয়—

     ক. ২৫ মার্চ, ১৯৭১  খ. ১০ এপ্রিল, ১৯৭১

     গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১     ঘ. ১৭ এপ্রিল, ১৯৭১

৮৪। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ-

     ক. ২০৯ সেমি  খ. ১৮০ সেমি  গ. ১৯০ সেমি     ঘ. ২০৩ সেমি

৮৫। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র—

     ক. মালয়েশিয়া      খ. ভুটান         গ. ভারত       ঘ. নেপাল

৮৬। রাজারবাগ পুলিশ লাইন কোথায়?

     ক. ঢাকা     খ. চট্টোগ্রম     গ. রাজশাহী       ঘ. মেহেরপুর

৮৭। ‘মনপুরা’ কি?-

     ক. চিত্রকর্ম     খ. চলচ্চিত্র  গ. নাটক        ঘ. উপন্যাস

৮৮। ‘পতেঙ্গা’ সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?

     ক. কক্সবাজার       খ. ভোলা       গ. চট্টগ্রাম     ঘ. টেকনাফ

৮৯। ‘ দ্বৈত শাসন’ ব্যবস্থা প্রবর্তন করেন কে?

     ক. লর্ড ওয়েলেসলি    খ. লর্ড ক্লাইভ

     গ. ওয়ারেন হেস্টিংস  ঘ. লর্ড ভাইসরয়

৯০। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?

     ক. ১৯৭৪       খ. ১৯৮৫      গ. ১৯৯০     ঘ. ১৯৯৯

৯১। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত—

     ক. তেঁতুলিয়া     খ. পঞ্চগড়   গ. বাংলাবান্ধা      ঘ. আখাউড়া

৯২। ‘অপরাজয়ে বাংলা ’কোথায় অবস্থিত?

     ক. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  খ. ঢাকা বিশ্ববিদ্যালয়

     গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়     ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৯৩। আনন্দ বিহার কোথায়?

     ক. মধূপুর    খ. রাজশাহী    গ. কুমিল্লা           ঘ. চট্টগ্রাম

৯৪। মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?

     ক. ৩নং     খ. ৬ নং      গ. ১০ নং       ঘ. ১১ নং

৯৫। বাংলাদেশের প্রথম EPZ-

     ক. নীলফামারী EPZ  খ. রাজশাহী EPZ

     গ. ঢাকা EPZ ঘ. চট্টগ্রাম EPZ

৯৬। বাংলার বাঘ বলা হয় কাকে?

     ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

     খ. খাজা নাজিমউদ্দিন  গ. এ কে ফজলুল হক

     ঘ. মওলানা ভাসানী

৯৭।  মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-

     ক. কী চাহ শঙ্খচিল   খ. জন্ম যদি তব বঙ্গে

     গ. একদা এক রাজ্যে  ঘ. রাইফেল রোটি আওরাত

৯৮। বাংলায় ৪০০ বছর রাজত্ব করেছে কোন বংশ?

     ক. পাল বংশ    খ. শূর বংশ    গ. সেন বংশ    ঘ. শাহী বংশ

৯৯। বাংলাদেশের জলসীমায় উত্পত্তি ও সমাপ্তি কোন নদীটি?

     ক. করতোয়া নদী    খ. চিত্রা নদী

     গ. হালদা নদী ঘ. ইছামতি নদী

১০০। সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে?

     ক. নাইট্রোজেন   খ. ইথাইল   গ. হাইড্রোজেন    ঘ. হিলিয়াম

১০১। ‘ঢাকা গেট’ কোথায় অবস্থিত?

     ক. সদরঘাট   খ. ইসলামপুর  গ. দোয়েল চত্বর    ঘ. শাপলা চত্বর

১০২। বাংলাদেশে সংবিধানের অনুচ্ছেদ কয়টি?

     ক. ১৫৩টি      খ. ১৫৫টি         গ. ১৬৪টি       ঘ. ১৭২টি

১০৩। মগ উপজাতি কোথায় বসবাস করে-

     ক. সিলেট    খ. কুমিল্লা    গ. বান্দরবান     ঘ. নেত্রকোনা।

 

উত্তরমালা :- ৮১.খ ৮২.ক ৮৩.খ ৮৪.ঘ ৮৫.গ ৮৬.ক ৮৭.খ ৮৮.গ ৮৯.খ ৯০.ঘ ৯১.গ ৯২.খ ৯৩.গ ৯৪.গ ৯৫.ঘ ৯৬.গ ৯৭.ঘ ৯৮.ক ৯৯.গ ১০০.গ ১০১.গ; ১০২.ক ১০৩.গ।

সর্বশেষ খবর