রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জেনে নিন

১.   বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলটি অবস্থিত—

     ক. জাপানে   খ. সংযুক্ত আরব আমিরাতে

     গ. কাতারে   ঘ. ওমানে

২.   ‘অগ্নি-৫’ কোন দেশের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র?

     ক. মিসর    খ. ভারত

     গ. রাশিয়ান   ঘ. ইসরায়েল

৩. ‘রাফাহ সীমান্ত’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

     ক. ভারত-পাকিস্তান   খ. চীন-আফগানিস্তান

     গ. মিসর-ফিলিস্তিন    ঘ. লিবিয়া-মিসর

৪.   ব্লগ কি?

     ক. অনলাইন জার্নাল বা ওয়েবসাইট

     খ. অনাকাঙ্ক্ষিত মেইল

     গ. সামাজিক যোগাযোগ মাধ্যম

     ঘ. ফ্রি ওয়েব মেইল

৫.   মানব উন্নয়ন রিপোর্ট ২০১৩ অনুযায়ী মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?

     ক. রাশিয়া    খ. সুইজারল্যান্ড

     গ. কাতার    ঘ. চীন

উত্তরমালা : ১.খ ২.খ ৩.গ ৪.ক ৫.গ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর