সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্ব্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন : কীসের সাহায্যে নক্ষত্রকে স্পষ্ট দেখা যায়?উত্তর : দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নক্ষত্রগুলোকে স্পষ্ট দেখা যায়।
প্রশ্ন : সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে—কে প্রমাণ করেছেন?
উত্তর : গ্যালিলিও গ্যালিলি প্রমাণ করেছেন সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে।
প্রশ্ন : নিজ অক্ষে একবার পৃথিবীর ঘুরে আসতে কত সময় লাগে?
উত্তর : নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর ২৩ ঘণ্টা ৫৬ মিনিট সময় লাগে।
প্রশ্ন : পৃথিবীর অক্ষরেখা কীভাবে ছেদ করেছে?
উত্তর : পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর-দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে।
প্রশ্ন : গ্রীষ্মকালে সূর্য কোথায় অবস্থান করে?
উত্তর : গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে।
প্রশ্ন : আহ্নিক গতি কাকে বলে?
উত্তর : সূর্যের চারদিকে ঘূর্ণনের সঙ্গে সঙ্গে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের ওপরও ঘুরছে। নিজ অক্ষের ওপর পৃথিবীর এই ঘূর্ণমান গতিকে আহ্নিক গতি বলে।
প্রশ্ন : ঋতু পরিবর্তনের কারণ কী?
উত্তর : পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন ও সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়।
প্রশ্ন : গ্রীষ্মকালে কী হয়?
উত্তর : গ্রীষ্মকালে দিনের সময়কাল দীর্ঘ হয় ও তাপমাত্রা বৃদ্ধি পায়।
প্রশ্ন : শীতকালে কী হয়?
উত্তর : শীতকালে দিনের চেয়ে রাত বড় হয় ও তাপমাত্রা হ্রাস পায়।
প্রশ্ন : বার্ষিক গতি কাকে বলে?
উত্তর : নিজ অক্ষের ওপর লাটিমের মতো ঘূর্ণনের সঙ্গে পৃথিবী সূর্যের চারদিকে বছরান্তে এক আবর্তন করছে। পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলে।
প্রশ্ন : উপগ্রহ কী?
উত্তর : উপগ্রহ হলো সেই বস্তু, যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়।
প্রশ্ন : পৃথিবীর চারদিকে চাঁদ কত দিনে ঘুরে আসে?
উত্তর : পৃথিবীর চারদিকে চাঁদ প্রায় ২৮ দিন সময়ে একবার ঘুরে আসে।
প্রশ্ন : চাঁদের কী নেই?
উত্তর : চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে।
প্রশ্ন : পৃথিবীর উপগ্রহ কোনটি?
উত্তর : চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
সহকারী শিক্ষক, আলহাজ জামাত আলী প্রি-ক্যাডেট স্কুল