মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.        চীনের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি?

            উত্তর: তিয়াংগং-১।

২.        পশ্চিমা বাহিনী নদী বলা হয় কোনটিকে?

            উত্তর :বিল ডাকাতিয়া         

৩.       বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের—

            উত্তর : ২০২র্৪-২৬৩র্৮

৪.        জাতীয় টিকাদান কর্মসূচি শুরু হয় কত সালে?

            উত্তর : ১৯৮৫ সালে

৫.        ইংরেজরা কোথায় তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে?

            উত্তর : পিপিলাই গ্রামে

৬.       সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?

            উত্তর : উমেশ চন্দ্র ব্যানার্জী

৭.      বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি?

            উত্তর : গারো পাহাড় 

৮.       বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম কত সালে?

            উত্তর : ১৯৪৯ সালের ২৩ জুন      

৯.    ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট কে?

            উত্তর : সোনিয়া গান্ধী।

১০.     এএনসি কোন দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল?

            উত্তর : দক্ষিণ আফ্রিকা

১১. অস্ট্রেলিয়া এ পর্যন্ত কয়বার বিশ্বকাপ ক্রিকেট জিতেছে?

            উত্তর : ৫ বার।

১২.      কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না?

            উত্তর : ভ্যাকিউয়াম

১৩.   সাধারণ বা ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনির জন্য শব্দ উৎস ও প্রতিফলকের দূরবর্তী দূরত্ব কত হতে হয়—

            উত্তর : ১৬.৬ মিটার।

১৪.    চলার সঙ্গে প্রতিস্থাপকের উপস্থিতি বা খাদ্যবস্তুর অবস্থা নির্ণয়ে বাদুড় ব্যবহার করে—

            উত্তর : শব্দোত্তর শব্দ

১৫.   টেপ রেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহূত হয়?

            উত্তর : সিরামিক চুম্বক 

১৬.    সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে— এই তত্ত্ব দিয়েছিলেন কে?

            উত্তর : কোপারনিকাস  

১৭.    চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে?

            উত্তর : ১ মিনিট ২০ সেকেন্ড।

১৮. মিয়ানমারের পূর্বনাম কি? এর বর্তমান রাজধানীর নাম কি?

            উত্তর : বার্মা, নাইপিদো

১৯.   জাপানের আইনসভার নাম কি?

            উত্তর : ভায়েট

২০.    বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম কি?

            উত্তর : শ্রীমঙ্গল (সিলেট), লালপুর (নাটোর)

২১.    কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই?

            উত্তর : গ্যাসীয় পদার্থ

২২.    সেভেন আপ কোন ধরনের দ্রবণ?

            উত্তর : তরল-গ্যাস

২৩.     দ্রবণ=?

            উত্তর : দ্রব+দ্রাবক

২৪.      কোনটি তাপ পরিবাহিতা কম এবং বেশি?

            উত্তর : অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক

২৫.    মূসক এর পূর্ণ রূপ----

            উত্তর : মূল্য সংযোজন কর।

২৬.     দ্রুতি=?

            উত্তর : দূরত্ব/সময়

২৭.      নক্ষত্রগুলো আসলে কি?

            উত্তর : গ্যাসপিণ্ড

২৮.   বেগের একক কি?

            উত্তর : মিটার/সেকেন্ড

২৯.   সূর্যে ব্যবহূত গ্যাসটির নাম?

            উত্তর : হাইড্রোজেন

৩০.   দেহের বৃদ্ধি সাধন করে কোনটি?

            উঃ আমিষ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর