শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা
নবম ও দশম শ্রেণি

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

সুধীর বরণ মাঝি, সহকারী শিক্ষক

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম অধ্যায় (প্রথম পরিচ্ছেদ) প্রস্তুতি—১

বহুনির্বাচনী-৩০

১। ধর্ম শব্দের অর্থ কী?

(ক) ধারণ করা (খ) আরোহণ করা (গ) জ্ঞান আরোহন (ঘ) দীক্ষা  গ্রহণ।

 

২। কলিযুগের অস্তে অবতার হিসেবে কার আবির্ভাব ঘটবে?

(ক) কূর্ম (খ) বরাহ (গ) বামন (ঘ) কল্কি।

 

৩। ঈশ্বরের সাকার রূপ কারা ?

(ক) মুনি-ঋষি (খ) দেব-দেবী (গ) যোগী-সন্ন্যাসী (ঘ) সাধক-সাধিকা।

 

৪। রোগ প্রতিরোধকারী দেবী কে ?

(ক) লক্ষ্মী (খ) দুর্গা (গ) কালী (ঘ) শীতলা।

 

৫। পরমাত্মার মৃত্যু নেই,কারণ পরমাত্মা—

 (i) শাশ্বত (ii) অজ,নিত্য (iii) কোন কারণে উৎপত্তি হয়নি

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii   (ঘ) i, ii ও iii                                                                                            

 নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও ঃ সুমিতা দেবী ফলাকাক্ষা ত্যাগ করে প্রতিদিন সকাল-সন্ধ্যায় ধ্যানে মগ্ন থেকে ইশ্বরের উপাসনা করেন। তার জীবনের উদ্দেশ্য মোক্ষলাভ।

 

৬। সুমিতা দেবী কোন ধরনের উপাসনা করেন?

 (ক) সাকার (খ) নিরাকার (গ) সকাম (ঘ) সমবেত।

 

৭। নিয়মিত উপাসনার ফলে সুমিতা দেবীর—

 (i) হৃদয় পরিশুদ্ধ ও পবিত্র হবে (ii) মনের দৃঢ়তা বৃদ্ধি পাবে (iii) ঈশ্বরের সান্নিধ্য লাভের প্রত্যাশা পূরণ হবে।

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii   (ঘ) i,ii ও iii

 ৮। নিরাকার ঈশ্বরের সকার রূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে কী বলে?

(ক) অবতার (খ) ভগবান (গ) ঋষি (ঘ) পরমাত্মা।

 

৯। আমরা স্রষ্টার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারি কীভাবে?

(ক) ধ্যান করে  (খ) উপাসনা করে (গ) জ্ঞানযোগে (ঘ) কর্মযোগে।

 

১০। ব্রক্ষ্ম শব্দের অর্থ কী ?

(ক) ভূমণ্ডল (খ) বায়ুমণ্ডল (গ) সর্ববৃহৎ (ঘ) আকাশমণ্ডল।

 

১১। ব্রক্ষ্ম, প্রকৃতি ও মহাবিশ্বকে তাঁর কোন শক্তির মাধ্যমে রক্ষা করে থাকেন ?

(ক) দিব্যশক্তি (খ) অধিশক্তি (গ) নিত্যশক্তি (ঘ) ঐশ্বরিকশক্তি।

 

১২। পরমাত্মার যা নেই -

(ক) মৃত্যু ও অস্তিত্ব (খ) জন্ম ও অস্তিত্ব (গ) জন্ম ও মৃত্যু (ঘ) পুনজন্ম।

 

১৩। স্রষ্টাকে আমরা যে নামে ডাকি-

 (i) পরমেশ্বর (ii) পরমাত্মা (iii) আত্মা।

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii   (ঘ) i,ii ও iii                                                                                                 

 

১৪। বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রক্ষ্ম হলেন—

(i) জ্যোতির্ময় (ii) শুদ্ধ (iii) সর্বজ্ঞ

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii (খ) ii (গ) ii ও iii   (ঘ) i,ii ও iii

 

১৫। জ্ঞানীর কাছে ঈশ্বর কী ?

(ক) ব্রক্ষ্ম (খ) দেবতা (গ) ভগবান (ঘ) অবতার।

 

১৬। কৃপা বলতে যা বোঝায়—

(ক) আদর (খ) দয়া (গ) সাক্ষাৎ (ঘ) ভালোবাসা।

১৭। অবতার শব্দটি কী শব্দ ?

(ক) তৎসম বা সংস্কৃত (খ) অর্ধতৎসম (গ) দেশি (ঘ) বিদেশি।

 

১৮। সৃষ্টিকর্তার আদেশে কী পরিচালিত হচ্ছে?

(ক) চন্দ্র (খ) সূর্য (গ) গ্রহ-নক্ষত্র  (ঘ) সবকিছু।

 

১৯। ব্রক্ষ্মা কীসের দেবতা?

(ক) সৃষ্টির (খ) ধ্বংসের (গ) রক্ষার (ঘ) প্রতিপালনের।

 

২০। ঈশ্বর কোথায় অবস্থান করেন?

(ক) আকাশে (খ) বাতাসে (গ) সৃষ্টির মধ্যে (ঘ) সৃষ্টির বাইরে ।

 

২১। সনাতন ধর্ম বা হিন্দুধর্ম অনুসারে স্রস্টাকে যে নামে অবহিত করা হয়—

(i) ব্রক্ষ্মা (ii) ভগবান (iii) ঈশ্বর

নিচের কোনটি সঠিক

(ক) i ও ii (খ) ii (গ) ii ও iii   (ঘ) i,ii ও iii

 

২২। কে সৃষ্টি, স্থিতি ও লয় করেন?

(ক) ঈশ্বর (খ) দুর্গা (গ) মহাদেব (ঘ) বিষ্ণু।

 

২৩। বিষ্ণুর তৃতীয় অবতার কোনটি?

(ক) বামন (খ) রাম (গ) নরসিংহ (ঘ) বলরাম।

 

২৪। দেব-দেবী ঈশ্বরের কেমন রূপ?

(ক) অধিকার (খ) নিরাকার (গ) সাকার (ঘ) সুন্দর।

 

২৫। জীব ও জড় বস্তু কীসের মধ্যে আবদ্ধ?

(ক) শৃঙ্খলা (খ) বিশৃঙ্খলা (গ) নৈতিকতা (ঘ) লৌকিক বিধান।

 

২৬। বিষ্ণুকে পরমানন্দ বলা হয় কেন?

(ক) পালন করেন বলে  (খ) ডাক নাম পরমানন্দ বলে (গ) পরমানন্দ তার উপাধি (ঘ) সবসময় আনন্দে থাকেন বলে।

 

২৭। প্রতীক শব্দের অর্থ কী?

(ক) আকার (খ) নিরাকার (গ) অস্তিত্ব (ঘ) সাকার।

 

২৮। নম্র ও বিনয়ী দেবতা কে?

(ক) বিষ্ণু (খ) কার্তিক (গ) গণেশ (ঘ) শিব।

 

২৯। মোক্ষ অর্থ কী?

(ক) চিরমুক্তি (খ) সান্নিধ্য (গ) আরাধনা  (ঘ) পুণ্য।

 

৩০। কোনটি মানুষের মানসিক অবস্থার উন্নতি ও মনের দৃঢ়তা বৃদ্ধি করে ?

(ক) শিক্ষা (খ) টাকা-পয়সা (গ) উপাসনা (ঘ) ধ্যান।

 

উত্তর : ১(ক), ২(ঘ), ৩(খ), ৪(ঘ), ৫(ঘ), ৬(খ), ৭(ঘ), ৮(ক), ৯(খ), ১০(গ), ১১(ঘ), ১২(গ), ১৩(ঘ), ১৪(ঘ), ১৫(ক), ১৬(খ), ১৭(ক), ১৮(ঘ), ১৯(ক), ২০(গ), ২১ (ঘ), ২২ (ক), ২৩(খ), ২৪ (গ), ২৫ (ক), ২৬(ঘ), ২৭(ক), ২৮(খ), ২৯(ক), ৩০(গ)

সর্বশেষ খবর